হে আল্লাহ্ সুবিবেক দান কর আমাকে
দান কর আমার পিতা-মাতাকে
দান কর আমার স্ত্রী-সন্তানকে
দান কর আমার আপন আত্নীয়-স্বজনকে
দান কর পাড়া প্রতিবেশীদেরকে
দান কর আপনার সকল সৃষ্ট জীবনের প্রতি।


রহমত;
রহমত নাযিল কর সকল সৃষ্টি জীবের প্রতি!
রহমত নাযিল কর তোমার সর্বশ্রেষ্ঠ্য জীব
আশরাফুল মাখলুকাতের উপর।।


দয়া;
হে আল্লাহ তোমারই রহমতের ও দয়াতেই
আমাদের মানব জীবনের এই জৌল্যুসের
অবদান, সৌন্দার্য, গৌরব, অহংকার, রয়
তোমারই নীলা ভূমি পরিচর্যায় ব্রত: হয়ে
এক উজ্জ্বল আলোক রশ্মির মতন আলোকিত
করে রাখছি তোমারই বিশ্ব-পরি-ভূ-খন্ডের
অনাবাদিকে করে আবাদি তবে কেন কর
তোমারই এই আশরাফুল মাখলুকাতকে
অপরাধী, বানাও সন্ত্রাসি, চোর, রাহাজানি,
ধর্ষণকারী, ব্যভিচারী, ছিনতাইকারী, অলস,
কর্মে ফাঁকি-বাজি, একে তো মানুষ না বুঝ তার
পর জুলুম, শরীরটা অনেক সময় থাকে না ভাল,
কত রকমের সমস্যায় মন হয় জরজরিত, এর
পরও চলে মানুষ মানুষ কর্তৃক জুলুম যবর-দস্তি,
হে আল্লাহ্ তোমার সর্ব শ্রেষ্ঠ্য জীবের প্রতি দয়া কর;
তোমার এই শ্রেষ্ঠ্য জীব মানুষই তো তোমারই এই
সৃষ্টির সুন্দর পৃথিবী পরিচর্যা করে রক্ষা করছে দয়া
তোমারই দেওয়া রহমতের গুণে তাই তো দরখাস্ত
তোমাতেই ছোট-খাট ভূল ক্ষমা করে তোমার বান্দাকে
আশারফুল মাখলুকাৎ হতে সুযোগ করে দিয়ে এই
নৎসাত দু'দিনের দুনিয়ায় যে ক'দিন রাখ ভাল ভাবে
সকলকে চলার তৌফিক দানে দয়া কর মানব কূলের;
তবেই তো রক্ষা পাবে তোমারই সৃষ্টি এই মানব জাতি
অপরাধ জগতের অপরাধ প্রবণতা হতে।।


আল্লাহ্ তাওয়ালা বলেন;
হে বান্দা! তোমাদেরকে ভাল কাজ করার জন্যেই এই দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব হিসেবে প্রেরণ করেছি, তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছি, তোমরা কষ্ট করে অর্জন করবে, শয়তানের ছুরতে তোমরা কোন কিছুই আরোহণে ব্রত:হবে না, কারণ তোমাদের উপর শুধুই নজর দারিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে, দেখি তোমরা আমার সৃষ্টির সেরা জীব মানুষ আশরাফুল মাখলুকাৎ হয়ে সঠিক পথে চলছো কি না! না পথভ্রষ্ট জাতিতে পরিণত হবে; তুমি বান্দা যা চাবে তোমার নিয়তের গুণেই তোমার জীবন কল্যাণকর ও অকল্যাণ বয়ে বেড়াবে, সংযত হও! ভাল জীবন গড়, আমার কাছে রয়েছে তোমার ক্ষমা সুন্দর জীবনের নেশায় কর পরিশ্রম দেখ কি দেই তোমাকে? যে পরিশ্রম তুমি মন্দ কাজে সময় ব্যয় কর, সেই সময়টি ভাল কাজে ব্যয় কর দেখবে মন্দ তোমায় স্পর্শ করতে পারবে না। আমি আল্লাহ্ ও আমার বার্তা পৌঁচ্ছানোর কাজে মানবের কল্যাণেই নিয়োজিত নবী ও রাসূল প্রেরণ করেছি; তাদের আদেশ উপদেশ গ্রহণ কর, দেখ জীবনে সফলতা ও কল্যাণ তোমারই পাশে বিরাজ করবে সর্বত্র সব সময় সর্বক্ষণ, পাবে অনাবিল সুখ-শান্তি।।
===×××===
===×××===
বাণী : মানুষকে সঠিক পথে চলতে তেমন কোনই বুঝবান ও মহা পন্ডিত হওয়ার দরকার প্রয়োজন হয় না, নিজ ও অপরের ক্ষতি যাহাতে এক মানুষ অপর মানুষ হতে না হয়, সেই জন্যেই সদা সত্য কথা বলা, আমানতের খেয়ানত না করা, ওয়াদা রক্ষা করা, কথা দিয়ে কথা রক্ষা করা, মানুষের বদনাম না করা,  ব্যভিচার না করা, খুন-রাহা-জানি-না- করা, সময় মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রোজা রাখা (সিয়াম যথারীতি পালন) করা (যারযার যে ধর্ম সে সেই ধর্ম পালন করা)। তবেই তো সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে হবে সৃষ্টির রহস্য জানাতে হবে রক্ষা আল্লাহর আদেশ পালন। এর ব্যয়িত ঘটলে অকল্যাণ মানব জীবনে অবধারিত।।