মানব জীবনটি খুবই আশা ভরা
আশাতেই সংসার যা কর্ম!
তেমনটাই প্রাপ্তি এক অসাধারণ
চাওয়া ও পাওয়া এক সত‍্য!


আশা ছিল জীবনটা হবে সুন্দর
বিধাতার অত‍্যান্ত রহমত!
এক এক করেই যেন হাত ছানী
আসতে থাকলো বিজয়।


আশা আসতে থাকলো অপূরণীয়
কোন প্রকার পরনির্ভর না!
সকল বিপত্তি পেরিয়ে অগ্রগামীতে
দূরদর্শিতা সাহস অসাধারণ।


সবই যেন কঠোর পরিশ্রম বিশ্বাস
অধ‍্যাবসায় মনবল প্রেরণা!
অনুপ্রেরণা যোগানো স্বপ্ন সাধমন
নির্ভীক জীবন মানবতা ভরা।


সততা সত‍্য মানুষ মানুষের অপুর্ব
নয়তো কোন ধোঁকা ঠকবাজ!
সদালাপ স্পষ্র্ট বাক‍্যালাপ সুলভ‍্যে
অতিমহৎ সদ-কাজ অপূর্বের।


সত‍্যই আশা পূরণে হয় কি মানা?
না না না! হতে পারেই না।
এমন জীবন করবে কামনা মনুষ‍্যত্ব
অবশ‍্যই বিধাতা দেন স্বয়ং!


আশার আলোক ছড়িয়ে দিতে প্রাপ্ত
সেই জীবনই সুন্দর সদা!
মানুষ হিসাবে এমন আশা উত্তমতা
ইচ্ছা শক্তিই আশা পূর্ণতা।
*********************
বাণী: মানব জীবনের আশা যদি সঠিক ও সত‍্য অনুশাসন মনটিতে হয়। আর সেই মানসিকতা নিয়ে সততা সত‍্য অনন‍্য সুন্দর ও অনুপ্রেরণা নিয়ে জীবন গড়তে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে থাকে ও আশা যোগায় মনটিতে। সেই মানুষেরাই বিশেষ যোগ‍্য আশা পূরণ অবর্ণনীয় পরিচয় ঘটে থাকে। আর সেই সকল মানুষেরাই অবর্ণনীয় আশা পূরণ মানুষ। যা বিধাতার একান্তই প্রাপ্তি মহা মূল‍্যবান প্রাপ্তি ভরা চমৎকার আশার আলোকবর্তিকা ঊষামন মানুষ জীবন লাভে ধন‍্য।