প্রেমে মরা জলে ডোবে না
প্রেম করেছিলেন ইউসুফ নবী
সেই প্রেমে মত্ত্বো জুলেখা বিবি গো
আসলে কি ইউসুফ নবী প্রেম করেছিলেন?
বিবি জুলেখার সাথে না কি জুলেখার
ভালো লাগাতেই হযরত ইউসুফ (আঃ) নবীকে
প্রেমে ফেলতে চেয়ে ছিলেন? সে প্রস্তাবে হযরত
ইউসুফ (আঃ) রাজি না হওয়াতে ছলে বলে কোন


না কোন কৌশলে বিবি জুলেখা তার দিকে নজরে
আঁকৃষ্ট করার প্রচেষ্টায় বদনাম ছড়ানো পাঁতারায়
লিস্প দুষ্ট লোভনীয় হযরত ইউফুফ (আঃ) সৌন্দার্য
রূপ দেহ উপভোগ‍্যের ললনাময়ী ছলনার ছলাকলার
বিবি জুলেখা কুচক্রোতা পূর্ণে অপবাদ সংগ্রহ পূর্বক
মনের অসৎ উদ্দেশ‍্য হাসিলের প্রচেষ্টা করেছিলেন।
সেই অনৈতিক প্রচেষ্টায় ব‍্যর্থ হলেন একক প্রেমিকা
বিবি জুলেখা ইতিহাস স্বাক্ষী তাই কথা বলে। বিবি


জুলেখা হযরত ইউসুফ (আঃ) কে অপবাদ দেওয়ার
প্রচেষ্টাতেও বিবি জুলেখা ব‍্যর্থ হলেন। অপবাদ মুক্ত
হলেন হযরত ইউসুফ (আঃ)। আসলে প্রেম হয় স্বর্গীয়
সূধার অসাধারণ এক নিদর্শন ভালোবাসা। যা কেবলই
পবিত্রতা ছড়ায় বৈধ স্বামী-স্ত্রীর বিবাহিত জীবন-যাপন।
সংসার সন্তান-সন্তোতি আত্মীয়তার বন্ধন এক মহত্ত্বতা
বর্হিঃপ্রকাশের সৌন্দার্য বর্ধনের এক অনন‍্য শোভা ভরা
পেয়ালা। যা কাম‍্য বিধাতাও তাই প্রকৃতই মানুষ হতে


সেই প্রেম আশা করেছেন এ' জগৎ সংসার সুন্দরেরই।
মানুষ অনিয়ম প্রেম লিপ্ত হয়ে ইউসুফ-জুলেখা, মমতা
-শাহজাহানের উদাহরণ তোলেন। আসলে প্রকৃত পক্ষে
তাদের ইতিহাস ঘেটে কি দেখার প্রচেষ্টা করেছি কখনও?
আসলে উনাদের জীবনের ঘটনাবলী কেমন ছিল? আসলে
তিনারা কি আদৌও কখনও প্রেমিক ছিল কি? প্রেম এতো
সহজ নয়! প্রকৃত প্রেমিক-প্রেমিকা ক'জনা রয়! যৌবনের
তারণায় ছুঁটে চলামন কখনও প্রেমি হতে পারে না। তারা


যৌবন কামনা বাসনা পাগলা মাতাল বিকৃত মস্তষ্ক রোগী।
নিজসহ সর্বনাশ করে উভয়কেই সাথে টানে সারাদেশের
সমবয়সের যুবক-যুবতীদেরকে। তাই তো বলি প্রেম কি
ঠুনকো? বললেই ভালোবাসা হাতের মুঠোয় পেলাম আর
তা মাথা নিয়ে নাচ শুরু করে বাহ্ পেলাম। বুঝি বিশ্বেরই
সেরা প্রেমিক দেওয়ানা হয়ে বনে গেলাম? পকেটে টাকা
নেই; আয়রোজগার শূন‍্যের কুঠায় রেখে; কতকথা মিথ‍্যা
স্বপ্ন এঁকে বাস্তব জীবন কি আর চলে শরীর দেহ উপভোগ


প্রেমিক মনটির  লোভ-লালসার জীবন চলার পথ ভোগ‍্যে?
শোন মানুষ হলে প্রকৃত প্রেমিক জীবন গড়! স্বপ্ন আঁক! ঐ'
সেই মনটি যাকে ভালোবাসবে তার জন‍্যে কর অপেক্ষা।
সময় মত উপযুক্তে আনবে ঘরে। তবেই না জীবন হবে
সুন্দর সুখ প্রেম ভালোবাসা এই সুন্দর জগতটিতে এক
অসাধারণ বসবাস সুখ ভোগ চমৎকার প্রাপ্তির মহত্ত্বতা।
এর ব‍্যতিক্রম নয় কোন প্রেম! সবই ছাগল পালা গল্প।
***********************************
বাণী: জীবন তখনি সুখি, যখন মানুষ নিজেকে চিনতে পেরে নিজকে ভালোবাসতে পারে। আর সেই ভালোবাসা থেকে একটি সুন্দর মন ভালোবাসা জাগ্রত হলে, তেমন মানুষের সন্ধানে (নারী-পুরুষ) একটি সংসার জীবন গড়তে আগ্রহ প্রকাশে সামাজিক রীতি-রীতি মেনে বিবাহ প্রেম কার্য সম্পাদন করত: সুখি প্রেম মহত্ত্ব জীবন-যাপন করবে। সেই প্রেমই হল আসল ও প্রকৃত প্রেম। ধর্মীয় বিধানেও তাই বলা রয়েছে। এর ব‍্যতিক্রম কোন প্রেমই প্রেম পবিত্রতা রক্ষাষকরে না।