নিন্দার কাঁটা যদি না বিধিলো পায়
প্রেমের কি স্বাদ থাকে বলা কি যায়?
উচু-নিচু-যাত-বেজাত-রয়-কি-ভেদা-
ভেদ! নয়নে-নয়ন-মেলে-কি মনে রয়ে।


ওরে প্রেম তোর লাগি আমার যৌবন
মানতে চায় না কোন বাঁধন' সেই তরে
প্রাণের অনুভবতায় মনের টানে কি যে
প্রেম নামক অপূর্ব বিনা বেঁড়া স্পন্দন।


সেই স্পন্দনের আনচান আনচানের সেই
অপুলক চন্দ্র চয়নের মন চঞ্চলতায় করে
ভর! চলে যে প্রেমিক প্রেমিকার হিয়ার ঐ
অনন‍্যের অপুর্ব অপ্রাপ্তের দুষ্ট-মিষ্ট লোভে।


আহা! কি যে ভাল লাগে সেই দিন মনো
লোভা' আমায় দিবে বলে মনোরঞ্জন ছিল
বলে! টানা-টানা-হরিনী-চোখের ঈশারায়'
ওহে তুমি আসবে কিন্তু! তা না হলে আমি...


কথা বলবো না! এই যে রাখলাম আর-ই!
প্রেমিক বলছে প্রেমিকাকে কোন অধিকারে
রয়ে মন। ওরা হার মানাতে বেজায় ব‍্যস্ত
প্রকৃত ভালবাসা (স্বামী-স্ত্রীর) বৈধ বন্ধনের।
কি যে দিক বে-দিকের উতলায় প্রেমের টান।


মান-সম্মানের বালাই চোখের পর্দায় রয় না!
কি যে প্রেম কোন কিছুই ভাল লাগে না শুধুই
পেতে চায় প্রেরণা প্রেয়সীর আলতো আলতের
স্পর্শতার অতৃপ্ত ভালবাসায় মত্ত হতে সেই তরে।


তাই তো বলি মন মানতে চায় না নিন্দার কাঁটার
আঘাত! চায় না মানতে কোনই শৃখলা ঐ মনেতে।
এসো বন্ধু করি প্রেম! ঐ প্রেমটি হল সেই প্রেম যে
প্রেমে রইবে না দৈহিক চাওয়া পাওয়া সেই প্রেমে রই
যেন একসাথে চলতে চাই ঐ যে সেই অপূরুপ মনে।
===×××===
===×××===
বাণী : সেই প্রেম আমরা করতে চাই' যে প্রেমে কখনই নিজস্ব চাওয়া-পাওয়ার কোন ইচ্ছা পোষণ করবে না। শুধুই রবে একজন ন‍্যায় ও আদর্শ মানুষ হিসেবে একে অপরের তরে, এক ও অভিন্নতায় ভরে, পথ চলাতে। তবেই নির্মল ও অসাধারণতায় ভরে' প্রেম যেন সকল মানুষের মাঝে স্বচ্ছতা বিরাজ করে, চমৎকার অপূর্ব প্রেমময় সমাজ ব‍্যবস্থা বিরাজে একটি সুন্দর সমাজ গড়ে উঠে।