যে প্রেমে লজ্জা থাকে না
সেই প্রেম আবার কি প্রেম
যে প্রেমে লজ্জাও থাকে না
থাকে না কোনই ভয় ভীতি
সেই প্রেম হয় যে বিধাতাতে
বিধাতার বিধানেও রয় না কোনই
মানা থাকে না কোনই নিষেধাজ্ঞা জ্ঞা
সেই প্রেমেই হবে মত্ত  প্রেম
প্রেয়সী প্রনয়ী আমরা মানুষেরা!!


এসো না যত প্রেম নিবেদন আছে
তোমায় দাও না ফুলের সুভাসের
সৌরভের সুঘ্রাণের মহতার ন্যায়
আমরা মানুষেরা মানব জীবনের
প্রয়োজনেই নিজ জীবনকে তৈরীতে
প্রেম ভালবাসায় অসাধারণ আচরণে
জয় করে নিতে আপন জন ও সহপাঠিকে
নিয়ে সহযোগিতা নিজকে উপযুক্ততায়
সাঁজানোর ও কর্মদক্ষতার ভালবাসায়;;


সাঁজায়ে দীপ্তমানতার পরিচয় বহনে
এক অপূর্ব পবিত্র প্রেম প্রাপ্তিতে নিজে
যেমন করবে ভোগ তেমনি আপনের
সাথে সহযোগিরাও দেখবে নয়ন পানে
তাকায়ে তোমাতে কি যে প্রেম বহিবে
কি যে ভাল লাগা ভাল বাসা যে প্রেমে
বিচ্ছেদ-বিরহ-বেদনা-ঝঞ্জা-কলহ-বিবাদ
সামাজিক মর্যাদা অপমান বোধতার
থাকবে না কোন বালাই তবেই তো জয়
হবে মানব জীবনের প্রেম কি পবিত্রতা
রক্ষায় সতেজ জীবনের আস্বাদনের এক
অনন্যতায় পাবে মানব জীবন প্রেম পবিত্রতা।।
===×××===
===×××===
বাণী : সেই প্রেমই পবিত্রতা লাভ করে যে প্রেমে কোন স্বার্থ ব্যতিতই মানব জীবনকে উৎজীবিত করণার্থে যার মন ও প্রাণ অপরের কল্যাণে পরোপকারে নিবেদিত করে।।