জি মহাশয় ও মহাশয়া
একি কি বলছেন আপনি
প্রেমের কি হয় পবিত্রতায়
প্রশ্ন প্রেম কি পবিত্র???


হ‌্যাঁ!!!
প্রেম যে পবিত্র আমরা মানুষরা
জানি ক'জনা মনে করি যে কি
ভাবতে অবাগ লাগে হয় তো
ভালবাসা শুধুই আদান-প্রদানে
কথাটি সত্য বটে তবে একমত
হতে একটু দ্বিধা-দ্বন্দও হয় রয়
এই মানব মনের অন্ত:অন্তরের
এই যে সকাল বেলা স্ত্রী তার নিজ
হাতের মা তাঁর নি:স্বার্থ ত্যাগ করে
কাক ডাকা ভোরে সকালের নাস্তা
তৈরী করে খাবার খাওয়ার ব্যবস্থায়
করলেন আমাকে আমাদেরকে উপকার
সেই যে কি নি:স্বার্থক ভালবাসায়
নিজ পরিবার বলে আপন জন অন্য
প্রান্ত্রের মামা বাড়ির বোনের বাড়ির
খালা বাড়ির শশুর বাড়ির এইরুপের
আরাে আপনাত্নীয়-স্বজন কতই না
স্মৃতি বিজরিত পেতে মানব জীবনে হয়
ভালবাসা ও ভাল লাগায় রয়েছে এক
অপূর্ব ও অন্য রকমের চাওয়া-পাওয়াতে
তবে কেন হবে না সেই প্রেমে পবিত্রতা
সেই প্রেমে তো থাকে না কোনই অন্য মনের
চেতনার বাসা যা ভবিষ্যৎ ঘূণি ধরার নহে
সেই প্রেমই তো বয়ে রবে মানবের মনে।।


হে নর-নারী!!
এসো আমরা সেই প্রেম করি যে প্রেমে হবে না
আহাজারী, বদনাম, নিজেকে জানি অপরকেও
জানার সুযোগ দেই সেই প্রেমে হলে মত্ত হবে
না কোনই ক্ষতি গড়তে পারবে দেখবে কি যে
নিজ অন্তরের মাঝেই বিরাজ করবে প্রেম হয়
এক অপূর্ব বয়ে আসা দক্ষিণের হিমেল হাওয়া
অপলক নয়নের অন্তর মাঝে দেহ ও মুখখানাতে
এসে লাগবে শীতল হবে সেই প্রেম পিপাসিত
প্রেমিক-প্রেমিকার আপনালয়ের বাসভবণেতে।।
===×××===
===×××===
বাণী : মানুষ নিজেকে পবিত্রতা রক্ষার্থে  কোন মিথ্যার আশ্রয়ের সুযোগ নিজকে না দিয়ে লোভ লালসায় লালায়িত না হয়ে এক নিষ্ঠ জীবনের প্রত্যয়ে নিজকে গড়তে পারলে ঐ জীবনে হাজারো ঝড়-ঝাপটা আসলেও পবিত্রতার সফলতা পাবেই পাবে মানব জীবনের।।