এই প্রেম তো সেই প্রেম!
যে প্রেমে পঁয়সা লাগে না;
এ প্রেম কোন প্রেম?
যে পঁয়সা লাগে না?


বিধাতার সাথে প্রেমে পঁয়সা লাগে না।
প্রেম করলে নবী ও রাসুলের সাথে পঁয়সা লাগে না!
আল্লাহর সাথে প্রেম করতে পঁয়সা লাগে না!
শুধু সময় ও মন দিয়ে প্রেম করতে পারলে,


স্বীয় কৃত-কর্মের মাঝেই যখনই সময় পাবে;
প্রাণ ও মন খুলে ডাকবে যে বিধাতাকে!
খোদা প্রেমে মত্ত হলে পঁয়সা নেবে না যে;
খোদারই সৃষ্টি মানুষের প্রেমে মত্ত হলে


পঁয়সা না হলে প্রেম জুটবে নারে
বিধাতার বাইরে করলে প্রেম;
কোন সৃষ্টির নারী-পুরুষের..
লাভ হবে না গো জুটবে কলংঙ্ক।


জীবনে নেমে আসবে এক..
অনাকাঙ্খিত ও অপ্রীয় অপবাদ;
হয়ে যাবে এক অতৃপ্ত জীবন,
গ্রাস করে খাবে নিজেকে খুঁড়ে খুঁড়ে..


যা না কি তারা করবে অতীতের।
আমি যৌবনের উপযুক্ত পূজা-পূজারিণী
যৌবনের গান গাবেই যৌবন;
এই যৌবনের গানের জোঁয়ারে ভাঁসায়ে তরি’


কোথায় যেন ঠেঁকে কার ঘাটে
নেই কোন দিক ও ঠিকানা।
তরি ভাড়া ও যৌবনের টানে যেখানে খাবে যে ধাক্কা;
ধাক্কায় পোঁহাতে লাগবে যে পঁয়সা!


অনাকাঙ্খিত যৌবনের অপ্রিয় চাওয়াতে;
শুধুই হয় যে ক্ষতি।
খোদা প্রেমে ক্ষতি নেই লাভই!
তাই তো বলি এমন প্রেমে হবো মত্ত,


যে প্রেমে শুধুই লাভ, ইহকাল ও পরকালের!
গড়ব মোড়া জীবন সৎ ও নির্ভিক জীবনের।
অনাকাঙ্খিত ও অপ্রীয় জীবনের চাহিদায়
নিজেকে করতে পারলে হেফাজত।


ভবিষ্যৎ জীবনে আসবে যে শান্তি!
খোদা প্রেমে দেখা দিবে এক উচ্চ আলোর দিগন্ত
কখনও জীবনে আসবে না অন্ধকার নেমে;
পাওয়া যাবে যে এক প্রশান্তিময় আলোক রশ্মি!


যা নাকি জীবনটা কে ভোগ করা যাবে আপন মনে।
যেখানে থাকবে না কোন ভয়;
হতে হবে না কোন মানুষের কাছে ছোট!
মাথা উঁচু করে বাঁচতে পারবে।


জীবন চলার সকল অনাকাঙ্খিত কু-চক্রের ছোঁবল হতে।
সবই সম্ভব হবে এক নিষ্ঠা খোদা প্রেমে।
এর ব্যয়িত ঘটলে আম ও ছালা দু’টাই যাবে;
সামান্য জীবন যে আমাদের (মানুষের)


কেন করি এতোটাই ঝঞ্জা?
কি কারণে?
আল্লাহর বিধানেই রয়েছে কত প্রেমের আসর
এসো না করি সেই প্রেমে বাসর!


সেখানে হবে না কোন অসমাদর;
ঘটবে না কোন কলহ—বিবাদ
থাকবে না কোন জেল হাজতের ভয়!
আসবে-মানব-জীবনে-শান্তি—সুখের—নীঁড়।


পাবো যে আমরা খোদা প্রেমে আত্ন:শুদ্ধিতা
লোকসান হবে না কোন অর্থ—কড়ি’র
কেন লোকসান হয়?
কি অনাকাঙ্খিত চাহিদায়?


অন্ধ ও অনাকাঙ্খিত প্রেমের আশায়?
যেখানে শুধুই ব্যয়
নেই কোন আয়
শুধুই নেওয়া-দেওয়ায়।


প্রকৃত প্রেমে কখনও চাহিদা জাগে না
এই রকম প্রেমে পঁয়সাও ব্যয় হয় না;
যে প্রেমে আশক্ত আমরা জীবন বেঁচে
থাকলেও জীবনের আর কিছুই থাকে না।


কেন থাকে না?
জীবন কি?
এই প্রেম কি?
আসল ও প্রকৃত প্রেমে জীবন হয়।


সতেজ ও দীপ্ততায় এক উজ্জ্বলতা
গড়ে ওঠে মনের মাঝে অন্য রকমের এক শক্তি
যা শুধু  সেই জানে যে জন সাধনায় তীপ্ততা লাভ করেছে
চুক্তি আল্লাহর বিধান ও নিয়ম পালনে।


এসো না আমরা প্রেমে সারা দেই!
যে প্রেমে পঁয়সা লাগে না
খোদা ভীরু সেই প্রেমে
নিজেকে করব জয়।


জয়ী হবো আমরা মানব জাতি
রক্ষা করব নিজেকে ধ্বংস নিলার হাত হতে;
বাঁচাবো নিজেকে সমস্ত  গ্লানি হতে
রক্ষা করবো দেশ ও জাতিকে।


দেশ প্রেমে হবো ব্রত:
যোগ্যতা অর্জনে ব্রত: হবো
রক্ষায় দেশ ও দেশের কল্যাণ কর কাজে
নিজের প্রেম ও আত্নত্যাগ বিনিময়ে।


স্বার্থ রক্ষা করব দেশের!
এ তো সেই প্রেম, যে প্রেমের ক্ষয় নাই, ক্ষয় নাই রে;
এই প্রেমে তো পঁয়সা আসবে
লাগবে কি আর রে?


এসো না যুবক-যুবতী সমাজ
আমরা গাঁই সেই প্রেমের গান
করি গল্প সেই প্রেমের
যেখানে থাকবে ভবিষ্যৎ জীবন রচনার স্বপ্ন।


থাকবে না কোন অপ্রত্যাশিত চাওয়ার বেদনা
শুধুই গড়বে, হবে না ক্ষয়
যত প্রেমই আসুক না কেন, পঁয়সা লাগবে না।
মানব জীবনে সততা-নিষ্ঠা ও খোদা ভীরু প্রেমে পঁয়সা লাগে না।।


              ==***==


বাণী : পঁয়সা বিনা প্রেম হয় না; সেই পঁয়সা হতে হবে শ্রম বিনিময় তবেই খোঁদা-প্রেম হবে এক অনন্য।।