কেন নিজেকে করছো শেষ?
তোমারই পাগলামীতে এ আগুন কি কভূ নিবারণ হবে?
তবুও তুমি ভেবে আছো বুঝি বেশ!
বয়সে যে তুমি নবীন...
এখনও সময় হয়নি যে, দিতে কাঁচা ফলে ঢিল,
তুমি যে কাঁচা, কেন কাঁচাতেই হতে চাও বিলীন।
ভেবেছো কি কভূ কি হবে; হলে কাঁচায় কাঁচায় মিল?
কেন তবে আজ কিসের নেশায়
করে চলেছো নিজের প্রতি অবিচার,
কি যে পেলে স্বাদ অতৃপ্তিতে নিজেকে ভাঁসায়ে
এখন যে সময় তোমার জীবন গঁড়ার।
না পেলে নিজে না দিলে অপরকে!
অপরিপক্ষ হাতে না ভাঁসায়ে তরি;
গড়তে দাও না সকলকে,
নিজেকে আল্লাহর নাম স্মরণে।
যে জোঁয়ারে টলমল কত কথাই না পড়ে মনে
সেই জোঁয়ার দিয়ে কর ভাল জয়ের কাজ,
জীবন গঁড়বে যে তোমরাই সময় না অপচয় করে!
ছাত্র হলে কর অধ্যবসায়, কর্মজীবি হলে হও কর্মঠ তবে..
বসবাস কর সামাজিক ভাবে।
জীবনের চাহিদায় উপযুক্ত মনে হলে,
আপন মনে জানাও তোমার পরিবারকে..
কর আনন্দ, কর প্রেম, ভাসাও তরি প্রেমের গহীন অতলদেশে।
যে প্রেমে থাকবে না অপরাধ বোধ-ভয়
আসবে জীবনের পূর্ণতা, পাবে পূর্ণাঙ্গ বিনোদন,
অপ্রাপ্তিতেই জীবন হবে না ক্ষয়;
অনুপযুক্ত বয়সে অপূর্ণ তৃপ্তিতে দিলে মন।
জীবনের সেই অনাকঙ্খিত অতৃপ্তিতে
কম্পিত, সংকিত, অশান্ত-অসহায় হবে যে হৃদয়-ভূমি,
না পেলে জীবনে শান্তি নিজে না দিলে অন্যকে
এই যে শুধু বিবি শিখাময় যন্ত্রণা পাবে যে জীবনে;
যাকে নিয়ে তোমায় সাথে করলে নিলা-খেলা কাঁচা বয়সে!
উপযুক্ত বয়স যখন হবে; বুঝতে পারবে যে
সে কি পেল, তুমি কি পেলে?
অপ্রাপ্তিতে প্রেমের জোয়ারে যে তুমি।
===×××===
===×××===
বাণী : শুনে রেখ আমাদের প্রজন্ম! অপ্রাপ্তের কোনই প্রেম নয় (ছেলে-মেয়ে) যুগলের। দিও না অসৎ সঙ্গ' করো না আপন পর; রক্ষা থাকবে এক অপরের লজ্জা নামক পর্দার আড়ালে। তবেই জীবনে বাস্তবতায় প্রাপ্ত বয়সে ধন্য হবে। অন্যথা নহে।।