তুমি শিশু কচি সোনা
কোমল'মতি এলে এ ধরাতে
ছিলে কোথায়? এলে কোথায়?
এখনো কথা বলাতে যে অবুলায়।


তোমার জন্ম বিশ মার্চ দুই হাজার
একুশ তারিখের সন্ধ্যা সাতটা ত্রিশ
মিনিটে। ফরিদপুর ইসলামী ব‍্যাংক
হাসপাতালের শিশু প্রজন্ম বিভাগে।


ওহে শিশু তোমারই পিতা আমায় ফোনে
বলে ছিল! আপনিতো চাচা হয়েছেন,
আপনিতো চাচা হয়েছেন! তা বেশ দোয়া
করি সোনা বাচ্চা-বাচ্চার মা উভয়ে যেন
আল্লাহর রহমতে সুস্থ‍্ রহে এই কল‍্যাণে।


ওরে শিশুর পিতা তুমি কি সেই তরে এই
সোনা মানব বাচ্চা, মানুষ করার জন‍্যে করেছো'
এই ভবে তার আবাস স্থল? ঐ বাচ্চাটি হতে
পারে যেন সাবলীলের বিচরণে স্নিগ্ধতায়!


বেড়ে উঠতে পারে!  না কি যৌবনের বলে
প্রমাণ দিলে তুমি পুরুষ! পুরুষত্বের বাহাদুরী।
রেখে মনে চাল-চুলাতে হাতে হাড়ি চটক বাজে
বেজাই ভারী, তুমি দিন হীনে ঐ শিশুকে দিলে'


পরিচয় এই বয়সে' কি উপহার? ও বড় হওয়ার
নেশাতে ধীরেধীরে উঠবে বেড়ে এধরারই বুকে;
সেই কথাটি মনে না রেখেই যৌবন তোমায় ঐ
যে করেছো সদ ব‍্যবহারের এই ফসলের আবাদ।


আসলে আমরা মানুষরা মনে করি হয়েছি বুঝি
পালোয়ান! অতিনিন্দুক লোভে তাঁতি নষ্টে করে
থাকি প্রকৃত কর্ম বিহীন আকাজ! সেই তরে কোন
কাজে খুঁশির খুশবু ছড়াতে হয়, জানি কি তাই?


না পেয়ে নাতি টান তাই নিয়ে যৌবন জোয়ার
নদীতে সাঁতার! কি করতে পারা যায়! ঐরুপের
অপলকের তরে সবই মন হতেই জেনে ভাল বলি
আলহামদুলিল্লাহ্। ভাল থেকো তোমরা এ ধরায়।


এই শিশুর পিতা আমারই ছোট ভাই তোমার নাম
রেখে ছিলাম আমি! মোঃ শরিফুল ইসলাম' পবিত্র
নাম ধর্ম চেতনায়। এমনই নাম রেখ যেন হয় সুন্দর
ঐ শিশুটির রুপ লাবণ‍্য জ্ঞান দীপ্তমান পেতে পারে
উজ্জল ঝলমলের স্নিগ্ধতায় ভরা।


ও ভাই শিশুর পিতা! করো আবাদ! হও অপূর্ব!
অর্জন করো সততা! হও ন‍্যায়বান! তোমারই এই
শিশু যেন পেতে পারে সুন্দর ও নির্ভেজাল পরিবেশ।
ওর মনে যেন আঁচড় না কাঁটতে পারে এই নষ্ট
সমাজের গ্লানি। সেই দিকে দিও মন রইলো আশীর্বাদ।


শুভ হোক এই শিশুরই জন্ম! অনেক ভালবাসা ও স্বেহের
শুভেচ্ছায় রাখলাম স্বাক্ষর আমরা চাচী ও চাচার অনেক
অনেক ভালবাসা প্রাণ খুলে আশীর্বাদ তুষ্ট হতে প্রতি মঙ্গল
কামনায়! সেই নেশাতেই  তুষ্টতায় জানাই প্রজন্মের প্রতি
অঘাত বন্ধনের প্রজন্ম আশীর্বাদ।
===×××===
===××===
বাণী : কোন পিতা-মাতার সন্তান জন্ম দেওয়ার মাঝে গর্বিত হওয়ার কোনই কারণ আমি খুঁজে পাই না! আমি খুঁজে পেতে চাই' একজন (নারী-পুরুষ) উপযুক্ত বয়সে যোগ‍্যতা অর্জনের মাধ‍্যমে, আয়ের পথ নিজ কর্ম দ্বারা সুগমের সুপ্রসারিত করে, সচ্ছলতা প্রকাশে নিজকে জানতে পারলে! সেই তরে বংশ মর্যাদায় পরবর্তী (জেনারেশন) প্রজন্ম বলে কথায় সন্তান-সন্তোতি উৎপাদনের আশা যোগানোতে বিজ বপন করলে" হয়তো মানব সন্তান এধরাতে নির্ভেজাল স্বার্থক জন্ম বিধাতার চাওয়াতে আশা করা যেতে পারে।