"প্রকৃত অসহায় কে"
চিন্তা করতেই অবাক লাগে!
কেন মানুষ হবে অসহায়?
সে কথা তো কভূ;
আল্লাহর বিধানে বলা নাই!
কেন! তাহলে  মানুষ হবে অসহায়?
যে মানুষ নিজেকে অসহায় ভাবে;
সে কি কভূ! গড়তে পারবে নিজেকে?
মূল‍্যায়ন করতে পারবে কি?
কি ভাবে মানুষ হওয়া যাবে এই সমাজে?
যে পরিবারের পিতা-মাতা
নিজের মুখের অন‍্য তুলে দিয়ে সন্তানকে
মানুষ রুপে গড়ে তোলার প‍্রত‍্যয়ে!
ধীর মনবলে নিজেরদের সুখ-শান্তির
কথা নাহি ভেবে সন্তানের ভবিষ্যৎ...
তাহলে কেন হবে মানুষ অসহায়?
মন‍্যুষত্বকে বিসর্জন দিয়ে;
মন‍্যুষত্ব হীনতার প্রকাশ নাহি
করবো অপর মানুষের কাছে।
কেন হবো ছোট?
কেন প্রকাশ করবো অসহায়ত্বের;
নিজেকে গড়ে তুলবো!
হবো আত্ন:প্রত‍্যয়ী।
গড়ব মোড়া দেশ,
হবো না কখনও বি-পথ-গামী;
আমরা হবো আত্ন:প্রত‍্যয়ী।
আর মানুষ হওয়ার প্রত‍্যয় না করলে..
সে হবে প্রকৃত অসহায়!
যা না কি কখনও পূরণ হবার নহে;
মানুষ রুপি মানুষের প্রকৃত
স্বপ্ন ও ইচ্ছা পূরণের স্বাদ।
তাই তো বলি প্রকৃত অসহায় কে?
সেই তো অসহায় যে নিজেকে অসহাত্ব তৈরি করে।