ছোট বেলায় শুনে ছিলাম
লোক জনের হতেও জেনেছি!
ওয়াজ মাহফিলের বয়ান হতে
জ্ঞান নিয়ে হাদিসের মর্মার্থের...


হাঁটুর উপরে কাপড় উঠানো
জায়েয নহে! ঐ'মাহফিলের
তরজমাতে রয়ে মনের একই
বাড়ি হতে ছেলে-বাবা দু'জন'


গেছেন। মাহফিল হতে বাবা
বাড়িতে ফেরেন ছেলের পৃর্বে!
ছেলে ফেরেন একটু পরে ঐ'
বাড়ি হতে মাহফিলে যাওয়া!


আসাতে একটি কোমড় পানির
খাল পরে। ঐ' খালটি দিতে পাড়ি
কাপড় ভেজে! ছেলেটির বাবা জীবন
ভর ওয়াজ-মাহফিল হতে বাড়িতে যান।


শুকনা কাপড়েতে। মাহফিল হতে
কিছুক্ষণ পরে ছেলে ফেরেন ঐ''
সেই তরে বাড়িতে ভিজা লুঙ্গীতে!
হুজুর ওয়াজের বক্তব‍্যের বয়ানে'


বলেছেন হাটুর উপরে কাপড় উঠানো
না'জায়েয; ছেলে সঠিক জ্ঞান ধারণে
লুঙ্গীভিজে বাড়ি ফিরে মাকে বলেন
ও'মা আমাকে একটি লুঙ্গী দাও না!


ঐ'কথা বাবার কানে শুনা মাত্রাতেই
কেন রে  কি হয়েছে? ওরে আলারে।
সারাটি জীবন ওয়াজ মাহফিলে
গেলাম এলাম শুনলাম তাতে কি


হয়েছে? একদিনও ভিজলো না
কখনও লুঙ্গী আমায়! তোমারই
ভিজলো কেমন করে? আলার
পোলা আমার হুজূর হয়েছে!


একদিন যেয়েই কাপড় ভিঁজায়ে
এসেছো। বাবা বলেন সারাটি জীবন'
কত মাহফিলে গেলাম তাতে ভিজলো না
পড়নের কাপড় আমার! আর একদিন


মাহফিল যেয়েই ভিঁজায়ে এলে লুঙ্গীখানা!
ঐ'মনেতে' বেজাই হুজুর হইছিস বুঝি!
এই বলে গেলেন চলে ঐ'রথে।
এখন বলেন; বাবা উত্তম না ছেলে উত্তম?


বাবার বয়স হবে ৪২ বৎসর।
ছেলের বয়স হবে ১২ বৎসর।
এই বয়সে ছেলে বুঝলো অল্পতেই সঠিক দীক্ষা নিতে।
বাবা বুঝলেন না বিয়াল্লিশেও।


তাই তো বলি প্রকৃত শিক্ষা সকালেই পায় না!
সেই জন্যেই প্রবাদে গুণিজনেরা বলে থাকেন;
ভালো মানুষ মেলে না জনে জনে!


শাল, সুন্দরী, গেঁওয়া, গঁড়ান, চন্দন, এইরুপে রই
দামী-দামী-মূ্ল্যবান-প্রকৃতি-স্বর্ণ-মানব-স্বর্ণ-মেলে-কি-হয়-কি-সবই???
ঐ' সচেতনাতেই জানাই সকলকেই!
হই যেন প্রকৃত জ্ঞান অর্জনের গুণিজন।।
===×××===
===×××===
বাণী: মানুষ বরাবরই অসহায়! তাই সহায় হওয়ার জন‍্যে সঠিক জ্ঞান অর্জনের মধ‍্য দিয়ে নিজকে গড়ে তুলতে হবে শক্ত হাতে। তবেই নিজকে চিনতে পারবে।