মানব জীবনে করতে চাবে
এমনই কর্মের তরে কাজ
সেই তরে অবশ‍্যই মিলাবে
ঐ মনে যদি থাকে  সংকল্প
ও প্রত‍্যয়।


স্থির করতে হবে উদ্ভাসিত মনে
যেন দিক-বে-দিক ঠিক থাকে
আসতে পারে ঝঞ্জা মানব জীবনে
তাতে কি লক্ষ্য সেই জনে যে স্থির।


জীবনকে গড়বে বলে নিজকে
নিজের সাথে নিজেই করবে পণ
তবে কেন আজ হতে চাবে ছেদ
সেই স্থির লক্ষ‍্যের প্রত্যয়-পণ।


ওহে মন করতে চেওনা বিনষ্ট!
তবে এ কেমন প্রত‍্যয় করলে
জীবনে যা ধরে রাখা বড়ই দুষ্কর।
রাখ না অমন কর্ম-চেতনা।

এসো না রাখি ঠিক ঐ সেই'
সংকল্পিত স্থির স্বপ্নের নীড়!
হবে ঠিকই উদ্ভাসিতের প্রদ্বীপ্তের
জীবন। এক সময় সঠিক চেতনায়
শত দিক-বে-দিক কে অতিক্রমেই'


জাগ্রত হতে হবে জীবনের অনন‍্য
শোভাতে, মানব জীবনের উন্নত
মন গড়ে তুলতে; চাইবে যে জন
সেই জনই হতে পারবে প্রকৃত জন।


তা না হলে দেখতে পাবে জীবন
মানে বড়ই কঠিন। শুধুই রবে ঐ
মানব নামক জীবনে হা-হা-কা-র!
কত যে বেদনা নেমে আসবে জীবনে।


না কি নিবু নিবু অমৃত্যুের দ্বারের ঐ
সেই নিম্নগামী পদচারণার হীনমনায়?
তাহলে কি হবে আর প্রত্যয় পণ করে?
যোগফল সঠিক করো জীবন পণে।


সময় যে বড়ই কঠিন যতই কর না
প্রত্যয়ের পণ! সময়ের কাজ না যদি
করো সময়ে; লাভ কি হবে ঐরুপ পণ করে।  
সেই তরে রত হয়ে করলে কাজ প্রত্যয়ই


বলে দিবে, আসলেই প্রকৃত পক্ষেই মানব
জীবন জাগ্রত তৈরিতে কেমনে মানুষ
প্রত্যয় মনে নিজ দ্বীক্ষারই সেই যোগ-
বিয়োগ হিসেব মিলায়ে দেখতে পাবে


এক নিষ্ঠ্যতায় 'প্রত্যয়ে' ঐ সেই সংকল্পের
পরিকল্পনা সঠিক প্রণয়নে হয়েছিল কি?
অন্যথায় হিতে বিপরীত মানব জীবনের
লক্ষ্যের বিনষ্টের চরম রুপ দেবে দেখা
মানব জীবন নামক উদ্ভাস্তের অধপতনের।।
===×××===
===×××===
বাণী : প্রত‍্যয় পণ মনের সেই জনই পায় মানব প্রকৃত ও নিজ আপন ঠিকানা। যে জন করে থাকে পণ অনুযায়ী সঠিক কর্ম তবেই তো ধীরতা পায় 'প্রত্যয়' নামক নিজ জীবন মানব নামক কল্যাণ।।