হতে চাই যদি শিক্ষিত রাজা
নেই যদি মন ও প্রাণেতে
গেঁথে নিবো তাই ভাল জ্ঞানের
শিক্ষিত প্রশাসন জ্ঞানালোয়
এক দীর্ঘা শাসনালয়ের রাজ্য ভার
তবেই তো প্রকৃত আলোয় ভরে!


করতে পারবো শাসন যে বেজায়-ভারী
প্রকৃত শিক্ষায় যোগ্যতা গুণে যদি
বিধাতার প্রাপ্তিতে পাই রাজার-রাজত্ব
শাসনের ভার পাবো যে এক অমূল্য রতনে
হায়রে হলাম যে রাজা কতশত দায়-দায়িত্ব
রাজার রাজ্য ভার বলে কথায়;


রাজা হয় যে ভাব-গাম্ভীর্য্-তে এক চিত্ত-চৈতণ্য
বিবেক ক্ষণ জ্ঞানালোয় তীক্ষর্ণতার দূর-দর্শিতায়
সকল মানুষের বিবেকের উর্দ্ধের চেতনার শক্তির
এক ঐ কান্তিকতার পাশবিক শক্তির ক্ষমতা নয়
উপদেষ্টার উপর উপদেষ্টতার নির্ভরতায় নহে
বিবেচনায় নিজ জ্ঞানালোকের বিবেচনায়!!


যদি হই রাজ‍্যের রাজা তবেই তো হতে পারা যাবে
সুবিবেচক সু-বুদ্ধি-মত্ততায় এক উপযুক্ত রাজা।।
যদি না থাকে জ্ঞানা-শক্তির আলো
বিচক্ষণতায় ও অপরিপক্ষতায় পরনির্ভর উপদেষ্টতায়
রাজ্য শাসনে এসে যেতে পারে রাজার জ্ঞানের সীমাবদ্ধতা
বহণ করবে জীবনে বদনাম নামক রাজ্য শাসনের দায়;


মনে মনে অনুতপ্ততায় বলবে যে জীবনে না হওয়াতে
ছিল যে ভাল মহা-রাজার আসন পেতে!!
এ কি জীবন পেলাম এখন না পেলাম নিজে কিছু
না-দিতে-পারলাম-প্রজায়-সুখ-শান্তি-ও-দেশ-কল্যাণের
আমরা সুযোগ দেই প্রকৃত জন-মানবের গণ-জাগরণের
শিক্ষিত সেই গুণিজন ও জ্ঞান-চর্চার!!


জনগণের কল্যাণে গড়ে উঠবে যেই মানবতার জীবন
গণ-তন্ত্রের প্রকৃত শিক্ষা ও রাষ্ট্র-বিজ্ঞানের উপর অধিকতর জ্ঞান চর্চায়,
সমাজ-বিজ্ঞানের, সমাজ-তন্ত্রের, বিজ্ঞান, সাহিত্যের,
তথ্য-প্রযুক্তির, কারিগরি জ্ঞানের, ম্যাথমেক্টিকস-এর,
শিল্প-কলায়, নৃত্য-গান-বাজনায়, রণাকৌশলের যেমন:


(সমর নীতিতে, ছাত্র-জীবনে পড়া-লেখার পাশা-পাশি;
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটে, বিভিন্ন সাংস্কৃতি
প্রতিযোগিতায়, স্পোর্সে, বিতর্ক-প্রতিযোগিতায়, দেশ-বিদেশ
ভ্রমণে, নিয়মিত পত্রিকা পাঠে,  টেলিভিশন সংবাদ পাঠ অনুধাবনে,
দেশের ভূ-খন্ড সম্পর্কে সাধারণ ও সমক্ষ জ্ঞান অর্জনে,
জন-গণের সেবায় সেচ্ছা-সেবক মূলক কাজে দূরস্তদের পাশে দাঁড়াতে,
দেশের স্বার্থে বিভিন্ন ব্যানার ফেস্টুনিতে ও বিভিন্ন গঠন মূলক আলোচনায় যোগ দিয়ে)।


সন্ত্রাস বাদ মূলক কোন জন-স্বার্থ-হানিকর অপরাধ নহে
হবে শুধুই নিজ ও মানবতার কল্যাণে শিষ্ঠাচার মূলক
আলোক উজ্জ্বলতায় ভরে পরম পাওয়ায় একনিষ্ঠা মনের
মহান সেবায় গড়ে উঠবে সেই জন যে জন হবে
সুশিক্ষায় শিক্ষিত ও জ্ঞানালোয় কাজের অভিজ্ঞতায়
নিয়োজিত হবে সেই পদে যা নাকি রাষ্ট্র-পরিচালনায়;

হতে পারবে সহজ বোধ্যতায় এক অনন্যতার বর্হি:প্রকাশ।।
থাকবে লোভ নিজ প্রশংসায়; থাকবে না কোন অশুভ চাওয়ায়
এক অন্য রকমের অপবাদের অতৃপ্ততায় রাজ্য বলে
আত্ন:সাধের মন-মানসিকতার লোভ-লালসা
তবেই তো হতে পারবে সেই জন এক জ্ঞানালোয়
রাজ্য পরিচালনার দায়-ভার নিতে সেই জন হবে রাজ‍্যের রাজা;


গঠন করবে এক চৌকস রাজ্য পরিচালনার
কেবিনেট সংসদ নামক ন্যায় ও সুবিচার সংরক্ষণ
এবং প্রণয়ন করবে গঠন মূলক কাজের প্লান ও কার্যাদেশ পাস হবে যেন জন-সমর্থনের
জয়জয়কার ধ্বনিতে তর্ক-বিতর্কে টান-টান উত্তেজনায়
আনন্দ-মুখর পরিবেশে হবে যে সেই বিল সমূহ পাশ
সেই সংসদ অধিবেশনে অনুমোদন হবে যা জন কল্যাণ কর-জন-স্বার্থে।


আ-হা- জন-গণের-মুখে-হাট-বাজারে-দোকান-পাটে
এ কি রাজা যার নাই কোন তুলনা দলমত
নির্বিশেষে সকল মানুষের কল্যাণে তিনিই তো
উপযুক্ত রাজা এই রাজাকে রাজ‍্য ছাড়া করা যাবে না;


ক্ষমতায় রাজা নিজ ইচ্ছায় থাকতে চাবে নহে
জনগণই বলে দিবে যাবে কোথায় এই রাজা
আমরা জনগণ চাই যে তোমায় যে ক'টা দিন
থাকো বেঁচে রয়ে যাও যে আমাদেরই মাঝে
রাজ্য পরিচালনায় এক অমূল‍্যতায় দীক্ষা দিয়ে।।


     ===×××===
     ===×××===
বাণী: রাজা হওয়া সহজ নহে!! রাজ্য পরিচালনার পূর্বে জ্ঞান অর্জন ও রাজ্য সম্পর্কে ভাল ভাবে জানাটা অতিবও জরুরী।।