বিধাতার বিধান মহান সৃষ্টিকর্তারই সৃষ্টি
ঐ'বিধানেই লিপিবদ্ধ রয়।
অন‍্যায় অপরাধ ভিক্ষা প্রভৃতি অবশ‍্যই
অন‍্যায় যা ন‍্যায় সংগত নয়।

হালাল হারাম সবই উল্লেখিত গ্রন্থখানা
মহা কাব‍্যের কাব‍্য বিজ্ঞানও!
আদর্শ-ন‍্যায়-পরায়ন-শিল্প-ব‍্যবসা-বাণিজ‍্য
সামরিক কলাকৌশল সমর!

কূটনৈতিক পররাষ্ট্রনীতি স্থানীয় প্রশাসন
আদব-কায়দা-শিষ্ঠাচার!
সুশিক্ষার ফল, কুশিক্ষার অবক্ষয় জীবন
সমস্ত কিছুই সুস্পষ্টত:!

কত জ্ঞান-বিজ্ঞান মহা জ্ঞান বিসিএস পাস
প্রশাসন ক‍্যাডার নামী-দামী...
কর্মের পদ-পদবী কত ভাল ইংরেজী বলা
আলাপ-চারিতা সরগরম!

ভাবতেই হতাশ হতে হয় যেন কত জ্ঞানী
অথচ দেখতে পাওয়া যায়..
বলে মিথ‍্যা সড়যন্ত্র বদাভাস নেশাগ্রস্তরা
ঐ'গাড়ির বহর পেয়াদার।

কাকে ঠকাবে কাকে করবে বড় কাউকে
বেশ করে ছোট ছিনায়ে সর্বস্ব!
শুধুই দেখা কুপরামর্শ বাঁজিতে মশগুল
যা বলে তাই হয় সঙ্গী-সাথীরাও!

একই মত জ্বী হুজুর বস জনাব স‍্যার
বলেন না একবার মুখে দেখি..
সবই হবে আপনার তা না হলে কি আর
করলাম আপনার জন‍্যে বস!

চাঁদাবাজরা চাঁদা তুলেই দেয় বসকে
বস বেশ খুঁশি বলে কম কেন?
কেউ বলে হুজুর সামনের মাসে বাড়বে
আবার কেউ বা বলে সমস‍্যা!

ঐ'চাঁদার টাকায় চলে নেতা রাজনৈতিক
আঁখড়ার দলবলরা বেকার যুবক..
ওদের কাজ কি নাই কেন সময় নষ্ট করে?
ঘৃণা জন্মে না অপকর্ম করতে।

না থাকে ওদের নাক-লজ্জ্বা না ভয়-ডর
সর্বসাক‍্যুল‍্যে চাঁদাবাজ ওরা।
ওদের ভগবান বস বড়বড় নেতা রিজিক
সন্ধান-দাতা ধর্ম হারমানে!

তাই তো ওরা সামাজিক শোভায় দেখা
যেন সাঁজ-গোঁজ ব‍্যাশভূষা।
কতটাই লেবাজধারী ইসলাম শোভামন
প্রকৃতই সর্বনাশা লেবাজ।

যদি ওরা বিধাতার বিধানই মানবে সেই
মানুষ মনরা কখনোই কি..
পরনির্ভরশীল চাঁদাবাজ হতো এমনটি
কখনোই হতেই পারতো না।

করতো না চামচামী এ'সমাজ তটে নেতা
পরচর্চা মিথ‍্যা ধান্দা কারবার।
করতো না মিথ‍্যা কভূ ঠকাতো না গরীব
অসহায় সম্বলহীন দূর্বলদের।

ধনী করতো না অসভ‍্য অরাজনৈতিক
নেতা-চেলাপিকা লুচ্চাদের।
ওদের নিজস্ব কোন যোগ‍্যতা নেই দক্ষতা
কর্ম করে খাওয়া পড়ার।

সেই তারাই বেকার অবহেলিত চলে বেশ
বিলাসী জীবন উন্নত শোভা।
ওরা এতোটাই ফকির অপরের ধন চুরি
বনে ধনী গর্বিত সেরা ফকির।

তাই আমি দেখতেই পাই না প্রকৃত কষ্ট
অর্জিত পরিশ্রমী ধনীকে।
দেখতে পাই শুধুই লোভ-লোভী এ'ধরা
ফকির মহা ফকির ভরা।।