ছোট বোন মাখসুরা খাতুন (মিরা)
সেই দিনের ছোট্ট ডাগড় ডগড়
দুষ্ট মিষ্ট‍্ অপলক চোখের সুমিষ্ঠ‍্য
হাস‍্য রুপ লাবণ‍্যের আমাদের
রুপালী সেই স্নেহ তুষ্ট সেই বোন
তুমি ছোট পুলক পুষ্প শোভায়
শোভিত সেই দিনের কথা মনে
পড়ে মিরা কোথায়' জী ভাইয়া
আ-হা-আ-প্রাণ-গিয়েছে-সেই-যে
মায়া ভরা ডাকে তোমাতে হয় না
তুলনা এই বাঁধন অন‍্য কোনই কন্ঠ
ধ্বনির সুমধুর আস্তাদনের সেই প্রতি
পাদ‍্যতাতে; সেজ খালা মনি মিরাকে
দেখছি না যে, আছে বুঝি আশে পাশে
সেই ছোট্ট শিশুটি আজ হয়েছে বড় লেখা
পড়া শিখে এখন উপযুক্ত মানুষ হয়েছো
দেখিনী কত দিন তোমায় হঠাৎ করে
জানতে পারি তোমারই শুভ বিবাহ হবে
বলে কোন কাল ক্ষেপন না করেই শত
ঝামেলা ফেলে রেখে রওনা হলাম আজ
রাত্রি দশটা ত্রিশ মিনিটে ঢাকা হতে সিলেট
অভিমূখে; এখন রাত্র দুইটা পঁচিশ বাঁজে
সবে মাত্র সিলেটের মাধব পুর পার হয়ে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অভিমূখে পৌঁচ্ছাতে এখনও সময় বাকী।
আজ শুক্রবার বাদ দুপুর অনুষ্ঠিত হবে তোমারই
শুভ বিবাহ ছেলে ইঞ্জিনিয়ার বাড়ি নরসিংদীতে।
আর শরীর সাই দিতে চায় না সারাটি দিন পরিশ্রম
রাত্রিটা যাত্রা পথে অঘুমা তুবও ছোট বোনের বিবাহ
বলে কথা কোন কষ্টই হবে মনে তোমায় যেন হয়
ভাল এই শুভ বিবাহ সম্পূর্ণতে এই দোয়া রইল
সর্বত্র সব সময় সতত; চির সুখী হবে তোমরা
উভয় পরিবারে সারাটি জীবন ভরে একনিষ্ঠতায়।
===×××===
===×××===
বাণী : বিবাহ জীবনের প্রাপ্ত ফুলই প্রকৃত পক্ষে একজন নর-নারীতে অর্জনই বাস্তব জীবনের অমূল‍্য ভালবাসা ও ভাললাগাই একমাত্র বাস্তব জীবনের বাস্তবতা।।