এ= এসে ধরাতে হে মহীষী নারী সেদিন তুমি
স= সত্যি বলে ছিলে মনের চাওয়াতে আমায়.


এ= এমনি একজন সাথী চেয়ে ছিলাম
ম= মনের চাওয়াতেই মিলায়েছেন বিধাতা.


শি= শিরধার্য হয়ে রবে আমারই জীবনে
রি= রিক্ততার অপরুপের স্নিগ্ধতার আলোকিত
ন= নয়নে দিলে যৌবন নামক জীবন সংসারের স্বাদ বোঝায়ে;


আ=আকাশের উজ্জ্বল রশ্মির ঝলমলে আলোর ন্যায় আলোকিত করে
ক=করবে তুমি স্বামী সংসার আমাকে ভালবেসে;
তা=তাইতো পণ করিলাম সারাটি জীবন রইবে একই ছাদের নিচে
র=রবে মোর রবে আমারই সাথে' দু'জনা একজনা হয়ে!


লি=লিখিত সামাজিক নিয়ম-কানুন মেনে তাইতো বন্দি হয়েছি একই সংসার নামক কারাগারে
পি=প্রিয়া হয়েই রইবো সারাটি জীবন একই বাঁধনে ইহকাল ও পরকালের সুখ-শান্তির, দু:খ-কর্ষ্টের ভাগা-ভাগীর জীবন নামক সংসারের বার্তাতে।


জ্ঞাতার্থে : কবিতাটি প্রিয়তমা স্ত্রী এস. এম. শিরিন আক্তার লিপি, তার নামের প্রথম অক্ষরের প্রতিটি একক বর্ণমালার আলাদা আলাদা অক্ষরের শিরনাম চয়নে অর্থবোধতায় অর্থ দাঁড়ায় উপরোক্ত কবিতাটি রচনায় অর্থবহ হিসেবে। তাই তো কবিতাটি উৎসর্গিত করা হল আমার প্রিয়তমা সংসার ধর্ম বলে কথা জীবন সাথী স্ত্রীকে। দোয়া চাই সকলের নিকট।। শুভ সকাল! ভাল থাকবেন স্বপরিবারে সকল শুভানুধায়ী নিকটতম ও পারিপার্শ্বিক একে অপরে।।


===***===
===***===
বাণী : হে বিবেচ্য সকল শ্রেণীর মানুষেরা এই ইহ-জগতের দু:খ-কষ্টসহ সুখ ও শান্তিতে এবং ইহ-জগতের পর পরকালে চিরস্থায়ী নেশানার স্থায়ী আবাসনে চির-সুখ-শান্তিতে বসবাস করণার্থে স্বামী নিজ স্ত্রীকে-স্ত্রী নিজ স্বামীকে ও সন্তানেরা সকল পিতা-মাতাকে এবং আপন ভাইবোনকে অপূরনীয় প্রেম ভালবাসার শীতলতায় শীতিল হয়ে রইবে একই ছাঁয়া তলে তবেই তো লাভ করবে চরম প্রেম ভালবাসার একটি আদর্শ পরিবার এই সমাজের।।