মানুষ এ কেমন বিবেচক মন
একটি পরিবার স্বামী-স্ত্রী তিন
কন‍্যা সন্তান নিয়ে পরিবার রয়
একজন গৃহ টিউটর মাধ‍্যম;


আসে প্রস্তাব ঐ’বাড়িটির তিনে
বড় মেয়েটি নবম শ্রেণিতে পড়ুয়া
মা-বাবা মাতোয়া সেই ফুলসজ্জা
বাগান অমূল‍্য মাল‍্যসাজে বরণ।


আসে প্রস্তাব ছেলে-পরিবারের
একে অপর সাথী জন বন্ধু মন
দেখা শোনা শেষে হলে নজরানা
ঠিক ঠাক কথা দেওয়া ওয়াদায়।


হঠাৎ মেয়ের বাবা বলে ছেলেকে
শোন বাবা আমার তিনটি মেয়ে
অনেক আদরে মানুষ ওরা ভাই
ছেলেদের বাড়িতে বাঁশঝার ঐ’


জায়গাতে মেয়ে বিবাহ দিব না
ছেলে পছন্দ হয়েছে সেই অমক
জায়গাতে দুই শতাংশ জমি অছে
মেয়ে বিবাহ দিব ঐ’জমিনে ছেলে..


বাড়ি করে থাকতে চাইলে তবেই
হায়রে আদর পিতা কর্তৃক সন্তান
পিতা লুচ্ছা, মদপানে ললনা তলা
বেহুশ সংসার হালে সামাজিকরুপ।


সেই লোকের বড়ই সন্তান যতন
হায়রে সমাজ পিতা-মাতা চরিত্র
হল না বিবাহ! শেষ মেষ মেয়েটি
হয় বিবাহ দেখা গ্রীল মিস্ত্রি প্রণয়।


ছেলেতো যোগ্য ছিল মেয়ের বাবা
ছেলের অংশের সর্বোকাল অযোগ্য
রুপগুণ, সামাজিক মর্যাদা ও কর্ম
সেই লোক কি করে করলো হিতে।।
××××××××××××××××××
বাণী: মানুষ বড়ই আজব! সেই আজব মানুষ নাম ঘুচাতে হলে অবশ্যই প্রকৃত জ্ঞান চর্চার মাধ্যমে বিধাতার দীক্ষায় জ্ঞানবান মর্মতায় ভাল আর মন্দ যাচাই করত: সঠিক ও মূল চেতনা শক্তি তৈরিতে মনো নিবেশ করে না চলতে পারলে, সেই সকল লোক গুলির কোন সুন্দর চেতনাই প্রকৃত সঠিক ও স্বচ্ছ মূলবোধ মানুষ হতে পারে না। যা জন্ম আর মৃত্যই মাত্র।