সাহায্য প্রত্যাশী আপন-পর
তারা হউক না যতই আপন!
দিয়ে সর্বস্ব মনবল অর্থ সব'
তারপরও হয় না তাদের প্রাপ্য।


এ'জগত এমনই রয় মানবতার
মহা আজব ভাবনা ঘোর সেবা!
কাউকেই চেনা-জানা অসম্ভব'
সাহায্য প্রার্থীরা বড়ই বেসামাল।


যে'জনার থেকেই নেয় সাহায্য
সে'জনাকেই করে ক্ষতি উল্টো।
সর্বোস্ব দিয়ে যে'জন উপকারী
তাকে স্বীকারে রয়'কি ক'জনা?


আমরা মানবিক মানুষ জাতি
ধর্ম-কর্ম-ধর্ম-প্রাণ-সহজাতে।
দারিদ্রতা কোন অভিষাপ নয়
সমাজ ব্যবস্থার উন্নয়ন সেবা।


অভিষাপ হল সাহায্য অস্বীকার!
কর্মক্ষম পরিবার ভুক্ত উপযুক্ত
সন্তান করবে পড়া-লেখার পাশা
-পাশি নিজকে গড়তে কর্ম-ধর্ম।


আদর্শ শিক্ষার প্রচেষ্টায় নিজকে
তবেই জীবনে অসহায় সহায়ত্ব'
আসবে না কখনও কোন মানব
নামক জীবন বড়ই মহামূলের।


সেই জনেরাই করবে সাহায্য
তাকেই যে'সকল প্রকৃত জনে
মানুষ সাহায্য আসলেই প্রাপ্য!
নয়তো আসল নকল অযাচিত।


সাহায্য হয়েই থাকবে অমূলক
না'রহিবে বিধাতার সন্তুষ্টি না'
শুকুরিয়া আদায়ে সাহায্যপ্রার্থী?
সাহায্য জন মদ-জোয়া মাতাল।
××××××××××××××××
বাণী: সাহায্য সেই সকল মানব সন্তানেরাই প্রাপ্য। যে সকল মানব সন্তানেরা প্রকৃতই সৎ ও আর্থিক ভাব ভাল ও গঠন মূলক কাজে যোগ্যবান হতে পারছে না। একমাত্র তাদেরই সাহায্যের হাত বাড়িয়ে যোগ্যবান করে গড়ে তোলা। যা সমাজের কল্যাণ বয়ে আসবে।।