বিলাসীতে থাকতে চায় মন
মন সব সময়ই বিলাস প্রিয়
কখনও যেতে চায় না ঐ মন'
বিলাস-বিলাসী জীবন হতে।


ওহে! বিলাসী মন ও প্রাণ তুমি
বসবাস করো যে মানুষেরই
আত্না-নামক শ্বাস-প্রশ্বাসের
সুন্দর বুক খানারই মাঝে।


সেই বুকের মাঝে করে বসবাস
কত রঙ ছড়াও বিলাসী ভাবনাতে
সারাটি দিন, জাগ্রত নিশি রাত,
সপ্তাহ, মাস, বছর ও যুগে রয়ে পার।


ঐ ভাবনায় যদি না করো ভাবনাতে কার্য'
তবে কি লাভ হবে সেই সময় অতিক্রমে;
ভাবনাময় জীবনের কল্যাণ চেতনায়?
অমন নিরর্থক স্বার্থ ভাবনায় না ভেবে!


করো ত্যাগ! সেই অহেতুক ভাবনা নিজ মন হতে'
ঐ রুপে নিজ মনকেই প্রশ্ন করো ওরে মন কি চাও?
প্রকৃত মানুষ হিসেবে জীবন-যাপনে সঠিক মনটি দাও।
অযথা মূল্যবান সময় অকাজে ঐ'মনে হয় স্বার্থ থাকে!


প্রকৃত পক্ষে মূল্যহীন কাজের "স্বার্থ ত্যাগী" হলেই'
সঠিক ও গঠন মূলক কাজে দিলে মন!
গড়তে পারবে যে মানুষ নামক মানবের জীবন।
তবেই তো প্রকৃত জীবন লাভে হবে স্বার্থক।


পাবে স্বার্থকতা জীবনে;
না চাইলেও বিলাসী জীবন
তোমাকে ছাড়তে চাবে না
এই মানব জীবন হতে।
সেই জন্যই ত্যাগী হও
নিজ ভবিষ্যৎ স্বার্থ চেতনায়।
তবেই রক্ষা পাবে সুন্দর
কল্যাণ কর মানব জীবনের।।
===×××===
===×××===
বাণী : অহেতুক তুচ্ছ কোন কিছু নিয়েই একজন জ্ঞানী মানুষ হিসেবে সময় ও অর্থ ব্যয় না করে ভবিষ্যৎ ভাবনায় সামনে এগিয়ে ভাল ও গঠন মূলক কাজে মন লাগায়ে করে সফলতা অর্জনই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। যার নামই হলো নিছক স্বার্থ ত্যাগী হয়ে মূল্যবান সময় কাজে লাগায়ে নিজ জীবনকে পরিপূর্ণতা লাভে সুন্দর ভবিষ্যৎ স্বার্থক জীবন গড়ে তোলার অপর নামই হলো "স্বার্থ ত্যাগী" প্রকৃত মানুষ।।