মুখকে করবে জব্দ
                 কার লাগি বল'রে?
বলতে চায় যে'জন
                 সেই কথাটিই শোন!


জ্ঞান মান জানলে
               ঐ বিচারা-বিচারীণি
কেমন মানুষ অমনে
                জানি ক'জনা এ'জগতে।


শয়তানীর সাজে মানুষ
                রুপেরই ভাণুমতি ভানে
ভাল মানুষকে আড়াল।
                কয় কথা সংগোপনে।


তারাই জগৎ সেরা
              ভন্ডমীতে করছে সর্বনাশ
হদসছাড়া অশুভ মন
              মানব নামটি অশোভনে।
×××××××××××××××××××
বাণী: প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই ধর্ম জ্ঞান চর্চার মাধ্যমে বিধাতার দয়া, অনুরাগ বিরাগ, ও মর্মতাবোধ সর্ম্পকে সঠিক উপলব্দি জানতে হবে। তবেই মানুষ প্রকৃত শিক্ষনীয়তা লাভে জীবনকে জানতে পেরে ধন্য হবে। অন্যথায় নহে।।