কি নিয়ে করি বড়াই
নাইকো কোনই ভরসা
আজ দুপুর বেলায় বুক
খানাতে ব‍্যাথা উঠে দুমড়ে


মুচড়ে যেতে চায় খানখান
হয়ে।  অধৈর্য বেদনার তরে
কি যে উপায় ঐ মনেতে ভয়
রয় করোনা কাল হল বুঝি ঐ


করোনা রোগ সেই ডরে মন
হয় ভয়ে ব‍্যাকুল। জীবন যে
মানবের কতটাই ভয়ানক সেই
জনই জানে যে জন ভুক্তভোগী।


বিধাতার দরবারে কত কাকুতি
মিনতিতে রয়ে মন ও প্রাণের তরে
তুলে দু'টি হাত ফরিয়াদ করি হে
সৃষ্টিকর্তা মাফ করে দাও আমাকে
দাও না!


তুমি না করলে মাফ কোথায় যাবো
তোমাকে ছেড়ে? দাও না মাফ করে।
এই ফরিয়াদ শুনে বিধাতা ধীরে ধীরে
পরশমিতে উপশম দেন শরীরটাকে।


বিধাতাই একমাত্র ভরসা এই জীবন
নামক মানবের। এতে নিতে নেই কোন
সংকোচ মানব মনে। একমাত্র সমস্ত
কিছুরই রক্ষা কবজ তিনি সৃষ্টিকর্তা।


এসো মানুষ আমরা চলি এক সাথে
ভাল কর্ম জ্ঞানের দীক্ষাতে। দেখ না
সৃষ্টিকর্তা আমাদেরই কর্মফলে বিমুখ
হচ্ছেন। লজ্জায় রয় লুকায়ে দেখ ঐ'


এই মানবেরই জয় গানে মুগ্ধতা পায়
সেই মানব সমাবেত বিধাতার জয়েরই
ধ্বনিতে। একমাত্র সর্বের সেরা হই যদি
আমরা মানুষ দোষ কি তাতে? রই সহমতে।।
===×××===
===×××===
বাণী : সৃষ্টিকর্তার হুকুম বা নিয়মের বাহিরে মানুষ কোন কাজ করতে গেলে, সেই কাজের বিফলেই মানব জীবনে ধ্বংস নেমে আসবেই অবধারিত। বর্তমান করোনা ভাইরাস মহামারী ছোঁয়াছে রোগ যার ফলশ্রুতি।