পর্ব দুই;
ওহে বন্ধু ছাত্র সমাজ জেনে নাও তবে সংজ্ঞা আগুনের:-
আগুন হচ্ছে 'দাহ্যবস্তু, অক্সিজেন ও তাপ (পরিমিত) এ তিনটি
উপাদানের সংযোগে বিরতিহীন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে
একটি অবিচ্ছিন্ন প্রজ্জ্বলন প্রক্রিয়া' বটে।


আগুনের শ্রেণী বিন্যাসে রয়েছে যা তাই তো বলা হল কবিতায়
দাহ্যবস্তুর প্রকারভেদে আগুনকে যদি চার শ্রেণিতে ভাগ করা হয়
সেই শ্রেণী বিন্যাস জেনে নাও না ছাত্র সমাজ নিম্নরুপে;
রয় যদি শ্রেণী-'এ'  (Solid Fire) বা কঠিন পদার্থের আগুন
হয় যদি শ্রেণী- 'বি' (Liquid Fire) বা তরল পদার্থের আগুন
এরপর শ্রেণী- 'সি' (Gas Fire) বা গ্যাসীয় পদার্থের আগুন
তারপর শ্রেণী- 'ডি' (Metal Fire) বা ধাতব পদার্থের আগুন।


অগ্নিকান্ড সংঘঠিত হয় যে সব কারণে:
এসো জানি আমরা সকলে;
চুলার আগুন হতে!
সর্তক হও তবে,
বৈদ্যুতিক গোলযোগের কারণে!
রবে সাবধান তবে'
সিগারেটের জলন্ত অবশিষ্টাংশ হতে!
এমন ক্ষতিকারক দ্রব্যখাওয়ার কি দরকার আছে?
খোলা বাতির ব্যবহার করলে!
যা করা যাবে না ঐরুপে;
ছেলে-মেয়েদের আগুন নিয়ে খেলা করা হতে!
এমন খেলা না করাই উচিত বটে
আতসবাজি বা বাজি পোড়ানো উৎসহ হতে!
ঐ রকমের আতসবাজির খেলা না খেলাই মন স্থির কর তবে'
যন্ত্রাংশের ঘর্ষণ হতে!
লক্ষ রাখ হে কর্মচারী'
মাত্রাতিরিক্ত মাপমাত্রার কারণে!
বুঝে করলে কাজ তবেই তো রক্ষা পাবে..
অতিরিক্ত বজ্রপাতের ফলে!
সাবধানতা অবলম্বন করলে রেহাই পাবে জীবন ও সম্পদ'
অগ্নিসংযোগের কারণে!
কোন অবস্থাতেই অমন ক্ষতিকর কর্ম-কান্ড ঘটানো যাবে না মানুষ হয়ে'
শিল্প কারখানার বয়লারের চিমনির স্ফুলিঙ্গ থেকে!
সর্তকতার সহিত চালালে ও নিয়মিত পরিচর্যা করতে হবে'
আরসন (আর্থিক লাভের জন্য)!
সামান্য স্বার্থের বশ:বতি হয়ে ঐরুপের ক্ষতিকর মনোভাব পোষণ করবে না মনে'
সেবাটেজ (শত্রুতামূলক) কর্মকান্ডের ফলে!
এমন শত্রুদের জন্ম হয় না যেন এই বাংলার মাটিতে'
উত্তপ্ত ছাইয়ের উৎসহ হতে!
হে নারী-পুরুষ সকলেই সাবধানতায় করতে হবে কাজ'
স্বতঃস্ফুর্ত প্রজ্বলনের কারণে!
সকলে মিলে করলে অগ্নিনির্বাপনের কাজ
মূলত অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারণ বটে।।
চলমান..
===×××===
===×××===
বাণী : সকল কাজেই গুরুত্বের সহিত সাবধানতা অবলম্বন করে কাজ করাটাই শ্রেয়। তা না করলে জীবনে সকল ক্ষেত্রেই অগ্নি:দূঘটনার মতন জীবনে ক্ষণে ক্ষণেই আগুনের দাহ-পোহাতে হয়। যা মনই জানে লোক সমাজে প্রকাশ করলে উহু আর আহা'র শব্দসহ কোন কোন ক্ষেত্রে ধিক্কার আশা করা ছাড়া এ সকল মানবের জীবনে আর ভাল কোন কিছুরই প্রত্যাশা করা যায় না।