শোন স্ত্রী মনটি দিয়ে আমার কথা শোন!
তোমায় আমি ভালোবাসী একান্ত মননে।
হালাল পথে অর্জনে তোমায় সত‍্য বলছি
একটি পঁয়সা হারাম করি না অর্জন কর্মে।


এমন করে জীবন গড়া স্বপ্ন বড়ই সাধনা;
এই জীবন তটে এ'ভব তরে লোভ করিনি
একটি মুহুর্ত কোন অভাব অনাটন পেলেও
এই সমাজ এমন একটি আস্তাগাড়ল সম।


বুঝা বড়ই দায় জনম জনম প্রজন্ম সেই'
সমাজ চলে অন্ধ বিশ্বাসে ওবড় হয়েছে।
তুমি কি করবে বাপু ভাই ভাতিজা শোন
এমন করেই সমাজ বেশ রসাতল খোজ।


মানুষ দেখা মেলে বেশ! মেলে না মনুষ‍্য'
সত‍্য মিথ‍্যার বেড়াজালে হারায় শত মান।
মানুষ নামের প্রাণ প্রিয় হতাশা প্রাণ মনে
হ্নদয়টিকে জ্বালায়ে দিয়ে যন্ত্রণা কতশত।


শোন তুমি আমার স্ত্রী তোমাকে খাওয়া
পরা সকল ক্ষেত্রেই হালাল পথে চালাই।
কোন অবস্থাতে নেই আমাতে মন্দ আয়
রোজগার ঘর-বাড়ি অফিস আদালতে।


যেখানে যাবে সেখানেই পবিত্রতা পাবে!
এমন জীবন করেছি গঠন শাসন বিধাতা
তেমন করেই অনুশাসন প্রেত মনে স্বপ্ন
সেই মন-প্রাণে এসেছো সহমতে চলো।


হবে না কোনই সমস‍্যা থেকো হাসিখুশি
আবদার করবে না! যা হবে না পূর্ণমনে।
সঠিক পথে চলি হালাল অর্জনেই দীক্ষা
এমন করে চললেই দেখবে জীবন ধন‍্যে।
************************
বাণী: সময় থাকতে জীবনের মূল‍্য যে সকল সন্তানেরা বুঝেছেন। তারাই প্রকৃত জীবনের সাধ বুঝেছেন। অন‍্যরা পথহারা বিহঙ্গের ন‍্যায় জীবন কোন মতে চলা ছাড়া অন‍্য কিছু নয়।