সাবধান;
সা! স্বদিচ্ছা মনোভাবে চলতে হবে
ব! বশ'বানায়ে যে নিজেকে রাখে
ধা! ধারণাতে রবে সেই জন বিধিতে
ন! নতজানে মানতে হবে সকলেই।


সেই চেতনাতে জেনে ও বুঝে চললে
সাবধানতাতেই জীবন রক্ষা পাবে ঐ'
এই সমাজের মানব সকলের এই যে;
চলছে মহামারী করোনা কাল বলে!


প্রাদূর্ভাবের প্রভাবের তরে যেন একটি
মানব জীবনের প্রাণ না যায় এই কবলে।
ওহে মানুষ আমরা শুনি সকলেই; মেনে
চলি স্বাস্থ‍্যবিধি এই সময়ে নিজ প্রাণের'


রক্ষা কবজের নিরাপত্তার টানে ঐ'মনে
মানুষ হয়েছে নিশাচর! নিজকে করেছে
পর! আর পরকে করেছে আরোও পর!
সেই বোধতাতেই কে বা কাকে চেনা দায়!


ঐ' মনে চেনা দায়; সেই জন‍্যেই বলি!
এই সমাজের আমরা মানুষ বলে পরিচয়ে'
সকলেই হই সাবধান! রইবো একে অপরে
নিরাপত্তার চাদরে আবৃত রবে সাবধানতাতে!
কল‍্যাণময়ী হয়ে মানব জীবন নামক কর্মে।
কথায় রয়েছে সাবধানের কোন বিকল্প নাই।
===×××===
===×××===
বাণী: শুধু করোনা নয়! সর্বক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করে জীবন যাপনে সকল ক্ষেত্রেই গুরুত্ব দিয়ে যে সকল মানুষ সময়ের কাজ সময়ে করেছেন। সেই সকল মানুষ গুলিই "সাবধান" শব্দার্থের অর্থ আপন মনে জেনে জীবনে সফল কাম‍্য হয়েছেন। সেই সাবধান চিরজীব মানব কল‍্যাণের।