বউ আমারে বাসে না ভালা
আমি কাইল‍্যা বৈইল‍্যা! হায়রে
আমার কপালে হাত, মাথাতে
যন্ত্রনা, অনেক ব‍্যাথা মাথায়।


বউ আমার রসগোল্লা! শালি
গুলা দানাদার! শাউরি আমার
এক পুয়া গুড়ের চিতাই জিলাপী
শশুর মশাই দোকানদার।


ভাইড়ারা সকলেই রম‍্য রসিক'
শালীরা রুপে গুণে রস কদম'
তাই তো বেজাই আছে ভালা
শশুর বাড়িতে সকলে মিল‍্যা।


শ‍্যালক সকলেই গড়ি-মশিতে
চলছে; চলছে ভালাই' মোটের
বেলায় অন্ত:ধামে অন্তর মেলায়
চন্দ্র পথে বউ ঝিতে চলে ভালা।


গ্রাম্য ভৈয়রা বলে সক্কলেই একই
সূরে তাল মেলায়ে ঐ বাড়ির সকল
পোলা পাইনেরা হক্কল্লেই চলে ভালা
আত্মীয় স্বজনও মিলাইছে যে বিধাতা।


ঐ পাড়ার চাচা যেমন চাচীও তেমন
তুলনা হয় না অন‍্য কারোও সাথে;এই
গ্রামের অন‍্য কোন মানুষের হ‍্যাতে কি
যে ভালা মানুষ তারা দশ গাঁয়ের সেরা।


যেমন আমার শাশুড়ি, তেমন শশুর!
হয় না তুলনা শ‍্যালক, শালি, জ‍্যাটুস,
সুমিন্দির, আত্মীয়-স্বজন সক্কল্লেই কি
অন‍্য এক অনন‍্য পেয়ে যে আমি ধন‍্য!
রইবো ঐ মনে জাগ্রতে এক অনন‍্যে।
===×××===
===×××===
বাণী:  এই জগতে সকলেই ভাল! ভাল জানি সকলকে' নিজে ভালতে জগৎ ভাল এই কথাটি জানে ক'জনা সেই মনে? ভালকে ভাল না বলে মন্দে পর শ্রী-কাতরে এক জনায় কি করে বুঝবে সেই মনে কাকে আপন বলে। সেই রয় যে জন পরখ করতে জানে। তার তরেই একজন আরেক জনাতে আপন হবে সুন্দর মননে।