ওরে নবীন ওরে কাঁচা
এখন সময় যে চোখ
আছে তাই দেখে চলা
কান আছে তাই শোনা।


ওরে কাঁচা! কাঁচাই থেকে
চুপচাপ শিখে পড়ালেখা
বড়দের নিয়ে ভাল উপদেশ
চলতে পারলে সঠিক পথে


তবেই তো জীবনে সফলতা
আসতে সময় নিবে কি আর?
ওরে নবীন! জীবনের জানা
নাই ভাল আর মন্দের তফাৎ


কি? শুধুই দেখতে পাচ্ছ সুন্দর
পুষ্পের সাঁজানো ফুলের বাগান
ঐ মনে রয় যেন স্বপ্ন বিভোরতা
সেই তরে করে থাকো হলে বড়


একদিন দেখিয়ে দিতে চাবে কি
যে জীবনে করতে পারবে সেই
চেতনায় তুমি কিশোর-কিশোরী
চাও না মানতে বড়দের শাসন।


কথায় কথায় বড়দের সাথে করে
থাকো বিয়াদবি' বুঝাতে চাও' যে
কি? জান না নিজেরই ঐ দিকে
মানতে চাও না কোনই শাসন।


অপর পিঠে বল আমি বড় হয়ে
দিবো দেখায়ে তোদের। এখনও
সময় হয়নি তোমার ওরে নবীন
ভাল-মন্দ-ন‍্যায়-অন‍্যায়-দুঃখ-সুখ


-বেদনা-প্রেম-বিরহ-আত্মগ্লানীর
অর্থাভাবের বাস্তব জীবন কি?
সেই বাস্তবতা যে জান না।
জানলে ঐ রুপে পারতে না

বলতে যেমন আমি তোমার
থেকে বয়সে চৌত্রিশ বৎসর
বয়সের বড় এখনও মুখে
কারো মুখের উপর বলতে

পারি না যে দেখায়ে দিবো
কাউকে আমি বড় হয়ে?
ওরে নবীন এখন ছোট আছ
তাই অমন করে বলছো নিজ

খেয়াল খুশি মতে। নেই ধারণা
বাস্তব জীবন কি সেই ভাবনাতে।
প্রকৃত পক্ষে বাস্তবতায় যখনই
নেবে রুপ' দেখবে ঐ অহং করে


বলা আসবে না আর ঐ সেই রুপ
এর মুখ খানা হতে। সেই তরে রবে
উপযুক্ত মানুষ না হতে পেরে কোন
বড় কথা নয়। থাকবে শুধুই মানুষ


হওয়ার প্রত‍্যয়ে। মুখে নয় তেমনের
ভাষা অর্জনে রইবে দীপ্তমান অপূর্বে।
অপেক্ষায় রইবে, দেখবে একদিন ঐ
সময়ই বলে দিবে সেই তুমি কি করতে


চেয়ে ছিলে জীবনে, এখন কি করছো?
সেই চেতনা বোধে হয়ে মন বিধাতায়!
তবেই স্বার্থকতায় ধন‍্য হবে জীবনে।
এরই নাম সময়ই কথা বলবে কি


করতে পারবে তুমি কর্মময় জীবনে?
সময়েরই অপেক্ষাতেই, সময়ই দেবে
বলে কথা না বলে অর্জন করলে তবেই
দেখা মিলবে সেই কিশোর-কিশোরীর


দীপ্তমান চেতনা। আর শুধুই তর্কে-বিতর্কে
রয়ে দেখানো জীবন অজানা বোধদ্বয়ের
সময়ই তখন বলবে ওরে পুঁড়াকপালী!
কি করে আসলি ঐ মনে যা শুধুই জীদি
মনে। ফলে বিফল এনে সময় অপেক্ষায়।।


===×××===
===×××===
বাণী : যে সকল কিশোর-কিশোরীরা সময় জ্ঞানে অন্ধ। তারাই সময়ের পরিপক্ষ নহে ও বাস্তবতা না জেনেই নিজেকে অনেক জ্ঞানী মনে করেই এমন কথা ও কাজ করে বসে' যা দ্বারা নিজের ভবিষ্যৎ ক্ষতিসহ সমাজকে বিপদ গ্রহস্তায় ফেলে এক সময়ে সেই সকল কিশোর-কিশোরীরাই বেশী-বেশী-অভাব-অনা-টানে-পড়ে-দুঃখ-কষ্টে দিনাতিপাত করে (বাস্তব জীবনের যখন এসে দেখে সমাজ ব্যবস্থায় কর্মজীবন ও ঐ যে সেই কিশোর-কিশোরী বয়সের জীবন উপলব্দি রাত আর দিন পার্থক্য সেই হতাশা হতেই) থাকে। যা মোটেও কাম‍্য নহে।