আদর্শ মায়েরই সন্তান আদর্শ হবে
                   সেই আদর্শতা রহিবে মা'জননীতে।
সেই মন প্রেরণারই দীক্ষার্থে আদর্শ
                   ভর'বে জগৎ সংসার পরিপূর্ণতা মর্ম।


উপযুক্ত বীজেই অঙ্কুরিত ফসল ফলে
                  ফলবানে পরিচর্যায় ফসল আসবে ঘরে।
ন্যায়-নীতিতেই হবে ভরপুর সফলতা
                   মানব শিশুর মানবিক জীবন মূল্যবোধ।


মানব জীবন মানেই কষ্টের অর্থাভাব!
                   তাইতো মানব জীবন গড়তে কষ্টার্জন।
সেরাটা পেতেই শত প্রচেষ্টায় কষাঘাত
                   অব্যাহতের জীবন যুদ্ধ সোপানে বিজয়ী।


সেই পরিবারের প্রতিটি সস্তান আদর্শ
                   জীবনে পাবে একঅমূল্য রত্নের কড়ি।
পিতা-মাতার আদর্শের ছায়া সন্তানেরা
                    হবেই আদর্শবান সত্য-নিষ্ঠার তীর্যের।


পিতা-মাতা এ'ব্যয়িত ঘটালে সমাজে
                    প্রজন্ম দেখে, শেখে শেখায় বদমাহিশ
একশ্রেণীর সমাজ বুকে ভবঘুরের দল
                    বলে প্রজন্মদের নিকটে অমক নাকি!


ওদের পিতা-মাতা ছিলেন সর্বনাশীর
                    ঐ'মাতা-পিতার সন্তান ভাল হবে কি?
এমন করেই সমাজে চলছি আমরা!
                    সেই তরে বলি পিতা-মাতা আদর্শতা।


সমাজ তটে বঢ়ই অভাব বোধদ্বয়তা
                    যে জনেরা মিলাতে পাড়বে বিজেতা
সেই পরিবার পিতা-মাতা আদর্শতা'
                    নয় অমূলক চেতনা সন্তান আদর্শতা।


এ'ধরা সন্তান ভবিষ্যৎ পিতা-মাতা
                    শোন সন্তানেরা হও আদর্শ মানুষ!
তবেই একদিন হতে পারবে আদর্শ
                    গুণিজন পিতা-মাতা! নয় গুঁড়েবালি।
××××××××××××××××××
বাণী: নিজে আদর্শ হলেই না আদর্শের ভাবনা ভর করবে মানুষ তার নিজ জীবন তটে। অন্যথায় সারাটি জীবন চলামাত্র আদর্শ বোধদ্বয়তা নিয়েই সত্য-মিথ্যা মিশ্রণে জীবন-যাপন করবে। অন্যথায় নয়।।