হাতে তেমন জমানো অর্থ ছিল না
তবুও মনটি ছিল উদ‍্যোক্তার
সেবা মানুষের গড়ার প্রত‍্যয় মনের ঐ'সেই
প্রকৃত কর্মদক্ষ জ্ঞানের কর্মমূখী শিক্ষা ব‍্যবস্থায়।


সেই তরে রয়ে মন! গড়ে তুলি কর্মমূখী
বাস্তব ধর্মীয় একটি কারীগরি শিক্ষা প্রতিষ্ঠান'
দিলাম প্রতিষ্ঠান এলোযে করোনা কালের থাবা!
বিগত প্রায় দেড়টি বৎসর লকডাউনে!


খেল আছাড় বেছাড়; চাকুরীর মাসিক আয়ের
টাকাতে পরিচালনা ঐ'প্রতিষ্ঠানের ভাড়া ও
কর্মচারীদের মাসিক মাশোয়ারা সব মিলায়ে
একে বারে নেছাকারের নাস্তানাবুধের হাল।।


কি যে করা; এক মানুষ; যে প্রশিক্ষক নেই
যোগদানের সময়ে বলে এটা সেটা করবে
প্রকৃত পক্ষে যোগদানের পরে শুধুই নিজের
ধান্দাতে করে বেড়ায় এদিক সেদিকের মনে।


মাস শেষে ঠিকই বেতন গুনতে হয় কারিকারী
হায়রে কপাল কি যে উপায়! প্রতিষ্ঠান বলে
কথা ; একটি প্রতিষ্ঠান যে গড়ে তুলতে চায়
সে তার নিজ সন্তানের মতই পরিচর্যা করে।


আর যে সকল কর্মচারী এসে নগদ পায়ে বসে
তাদের শুধুই পরচর্চা ও সমালোচনা ছাড়া আর
কি? প্রতিষ্ঠানের উন্নতির কোন বালাই নাই ঐ
মনে শুধুই সময় কাঁটায়ে কাল ক্ষেপন করে চলে।


বর্তমান এমনই মানুষের মন হয়েছে যে মনে
পরের সম্মদকে কখনই নিজ মনে করে ভাবতে
অপারগ বেজায় ভারী মনে চলছে দুষ্ট মন ভরে
অপরাধের চরণে' কি লাভ হবে ঐ' সকল কর্মীর।


অনেক কষ্ট বুকে চেপে ধরে বন্ধ করতে বাঁধ‍্য
হলাম উক্ত প্রতিষ্ঠানটিকে। সেই বিরহ মনের
হ্নদয় ভাঙ্গা প্রাণের হাহাকার কাকে বলি কে
আছে সেই জন জানা ও বোঝার! আসলে কি;


নিজের মনের উদ্ভাসিত চেতনার ঐ' আকাঙ্খার
কথা কে জানে? ক'জনা আছে এই জগত ভবে?
অনেক স্বপ্ন ভরা মনে করে ছিলাম কর্ম ঠিকানা!
সেই মন কষ্টের তরে স্বপ্ন কি ভঙ্গ হবে 'হে বিধাতা


প্রশ্ন রাখলাম তোমার দরবারে; দয়া কর করোনা
কাল দূর করো! রক্ষা করো তোমার বান্দাদেরকে
সকল কাজ কর্ম স্বাভাবিক ও সুন্দর করো সেই
মন ভাবনাতে রইলাম একনিষ্ঠা প্রতীক্ষায়!
সেই আশা রেখে ব‍্যক্ত স্বপ্ন কি ভঙ্গ হবে ঐ' মনে।
===×××===
===×××===
বাণী: স্বপ্ন বাজ লোকেরা কখন ব‍্যর্থ হয় না। একবার না পারলে বারবার প্রচেষ্টা চালায়ে সফলতার গ্রহণে একনিষ্ঠতা পেয়ে থাকে। তাই এক সময় আল্লাহ সফলতার মুখ দেখান। তারা ব‍্যর্থ বলে কি মনে পোষণ করেননা।