ঐ সময়ে ভূমিষ্ট হইনি
আসিনী এই ত্রি-ভূবণে
যখন এনেছেন বিধাতা
এই দুনিয়াতে তখন হতেই


একটু বুদ্ধি দীপ্তে বুঝমানে
দেশ ও দশের মুখে জানতে
পেরেছি হয়েছিল না কি শ্রমিক
আন্দোলন! সেই যে এক লঙ্কা


কান্ডের মহা-প্রলয়ংকার মরণ
পণ-দাবী মৃত‍্যুর মিছিল হয় মৃত‍্যু
অনেক শ্রমও জীবি দীন মজুরীর
শত হাজার কোটি ফুঁটাফুঁটা রক্ত!


বিন্দু বিন্দাকারের ত‍্যাগ  স্বীকার
বিনিময়ে রেখে গেছেন যারা এই
অর্জিত মহান মে দিবস আন্তজার্তি
ক্ষ‍্যাতিতে স্বীকৃত মর্যাদা লাভে আজ


প্রতিষ্ঠাতা লাভ করেছে এই দুনিয়ার
আঠার শত ছিয়াশি সনে শিকাগো
শহরে (আমেরিকার) চরম রুপরেখা
মৃত‍্যু মিছেলের অবর্ণনীয় আন্দোলন


যার ফলশ্রুতিতেই প্রতিষ্ঠা লাভে সক্ষম
হয়ে আজ মহান আন্তজার্তিক মে দিবস।
পালিত হয় প্রতিটি বছরের এই পহেলা
মে দিবসটি সর্ব স্তরের আপামোর জনতা।


আমাদের যা কিছুই কল‍্যাণ কর তার সব
কিছুরই মূল‍ে রয়েছে মানুষের নিরলস শ্রম।
শ্রম বিনা কোন কিছুই সঠিক সফলতা অর্জন
সেই তরে "শ্রমের মূল‍্য অনুধাবনে (মে দিবস)"।
===×××===
===×××===
বাণী : দেশে যখন কোন উদ‍্যোক্তাদের বিনিয়োগ শুরু করার পূর্বে ব‍্যবসায়ের ব‍্যবসায়িক প্লান না থাকা এবং উক্ত ব‍্যবসায়ের শ্রম নীতিমালা তৈরী না করেই কার্য শুরু করার অনিয়ম-তান্ত্রিক শ্রম ব‍্যবস্থাই হল এক সময়ের গর্জে ও ফুঁসকে ওঠা এক শ্রেণীর ন‍্যায‍্য অধিকার বঞ্চিত শ্রমজীবি মানুষের রক্ত-বিনিময়ের রুপরেখার প্রাণপণ আন্দোলন এবং এক পর্যায়ে অধিকার আদায়ের ফলে প্রতিষ্ঠা লাভে অর্জিত আন্তজাতিক মহা মে দিবস।