সেই ছোট্ট বেলা হতেই জেনে এসেছি
কত লোক সমাজে শুনে এসেছি
সৎ লোকের না কি অনেক অভাব
সৎ লোক পাওয়াই না কি দূষ্কর।


শুনেছি ঐ সেই  এলাকাতে রয়েছেন
খুবই একজন ভাল মানুষ!
খুবই সৎ ও পরহেজগার'
উনার মত মানুষ পাওয়াই বড়ই দায়!


কেহ কেহ বলেন ঐ দপ্তরে সমস‍্যা
বস যদি হতেন ভাল;
কতই না ভাল চলতে পারতাম আমরা
বস শালা বেজায় বদমায়েশ।


সব কথা শুনেছি; সকলের আরজি বুঝেছি!
ভাল লোকের সন্ধ‍্যান করেছি!
চেষ্টা করেছি জানতে তারই সাথে বসবাসে
কই  তেমন দেখতে তো পেলাম না সে যে সৎ?


কোন না কোন ত্রুটি দোষগুণের রয়েছে মন
সুযোগে টুকটাক মিথ‍্যাও বলে থাকে
লোভ-লালসাও দেখতে পাওয়া যায়
আসলে যারে দেখতে পাই কাছে


সে বুঝি কতটাই না খারাপ?
আমি যে ভাল না সেই দিকে অজানাই রই!
অপর দিকে অন্যের দোষ খোঁজে রয়ে বেঁজায়
আর যারে দেখি নাই সে বুঝি কতটাই ভাল?
মনে হয় বেজায় গুণের গুণবর্তী মানুষ!
রুপেতে মুক্তা ঝরে; হয় না তুলনা অন‍্যের।


সৎ মানুষের সন্ধ‍্যানে যারা মত্ত্ব
বলে বেড়ায় বড় গলাতে আসলে
জানে ক'জনা কাকে বলে সৎ মানুষ?
প্রকৃত পক্ষে তারা কি চেনে সৎ মানুষ?


এই সমাজের মানুষ হয়েছে বর্তমানে
নেশা-চোর, নেশাতেই করে থাকে ঘোর-পাক
চলতেছে অন্ধকার গহীন জীবনের নেশায়
হারায়ে ফেলে চলেছে মিথ‍্যা ধান্দার গভীরের


অতল দেশের ঠাঁই হীন নষ্ঠা মনের বাসনাতে।
সেই অবচেতনায় মগ্ন থাকাতে ভাল কি মন্দ;
সঠিক কি বেঠিক; সৎ কি অসৎ; চোর না পর-
হেজগার; দাস না দাসী; বউ না ঝি; মা না মাশী;
বাবা না চাচা; ধনী না গরীব; ফকির না মিসকিন;


সেই অবচেতনায়  হারায়ে ফেলেছি আমরা
হাতের কাছে জল ভরা কলসি থাকতে, অন্ধ
জ্ঞানের মিথ‍্যা দাম্ভিকতার ক্রোধের তারণাতে,
ভুলে ভরা শুধুই পাপ আর পাপের নাগালের


ছায়াতে, দু'টি চোখের দৃষ্টি অন্ধ করে ঐ যে
হাতের কাছে জল ভরা কলসি থাকতে, পানির
তৃষ্ণায় ছঠফঠ করে, পরিণতিতে যাচ্ছে যে, এক
সময়ে নিজকে অপমৃত‍্যুর কবলে মানব নামক
জীবনকে অবহেলাতে বিনাশ করে।


ঐ লোক গুলি না কি করে থাকে ইবাদত?
ঐ সেই শয়তানি মনে, কেমন করে চলাফেরা?
থাকে না মনের মাঝে কোনই ভয়, রাখেন না ডর-ভয়!
ধর্মে কি বলা রয়েছে? পরপর তিন দিন  এক মুসলিম
ভাই-বোন আরেক জনের সাথে কথা না বললে


মুসলিম হতে খারিজ হয়ে যাবে! সেই নিয়মের
বালাইয়ের তোয়াক্কা না করে ঐ ব‍্যক্তিকে নিয়ে
লোক মুখে শুনতে পাওয়া যায় ও না কি রোজা
আছে! হায়'রে ছওয়াবের অর্জিত কান্ডারী মানুষ!


অবাক তোমাদের কান্ড-জ্ঞান; একজন ভাল
ও সৎ মানুষকে মিথ‍্যা অপবাদ দিয়ে তুমিই
অমানুষ পরিচয়ে মোশারফ নামের একটি
ঐ রুপে করে থাকে অপরাধ। সেই তরে হত


বুদ্ধির ঢেঁকি আগত মেহমান সাফায়েত নামক
আমারই দেওয়া সুবিধার সুযোগ লাগায়ে কাজে
মোশারফ সানিধ‍্য লাভে বেজাই প্রশংসায় পঞ্চ-
মুখে যত বদনাম আছে নোংরা মনে সাফায়েত


এর নিকটে বলে মনভারী করে মাননীয় কর্তৃপক্ষের
নিকটে দিয়ে বিচার করে থাকে  হয়রানী।
সে না কি রোজা রাখে? পড়ে নামাজ!


অপর দিকে এক বউ খেদায়ে আরেক বিয়ে করে
সেও যাবার পথে তারই তারনাতে। কি যে উপায়'
এখন বলেন তো দেখি কে ভাল? আর কে মন্দ?
ঐ সকল বদমাহিশ এমন একজন উপরোস্ত


কর্মকর্তার সহিত চাকুরী বা কাজ করেন, যে
লোক  কোন অবস্থাতেই অসৎ নহে! অপরে তরে
নয় যার ক্ষতির মন! তাদের থেকে বিধাতার
রহমতে নেই যোগ‍্যতার কোনই কমতি ও ঘাটতি।


তারা হীন মনা! অপদার্থের হাড্ডি! যা যায় না
সমাজে বলা। তারাই খুব পটু দল বেঁধে ঐ সৎ
উপরোস্ত কর্মকর্তাকে করতে চায়;
তারাই বিনা কারণে অপমান ও অপদস্ত।
সেই রুপ চেতনায় এই জগতের তরে!
"সততার মর্যাদা ক'জনা দিতে জানে"
===×××===
===×××===
বাণী : সৎ লোক অবশ‍্যই দুনিয়াতে আছেন বলেই দুনিয়াটা এখনও ভাল ভাবে আল্লাহ চালাচ্ছেন।  সেই তরে সমাজে ভাল মানুষ যেখানে আছেন সেখানেই থাক। তাকে না খুঁজে মানুষ হিসেবে নিজ নিজ হতেই ভাল হওয়ার চেষ্টা করে কোন লোকের অন‍্যায় ভাবে ক্ষতি না করে। চরম-সৎ-কে-সৎ-জেনে-ও-বুঝে-কালেমা-নামাজ-রোজা-হজ্ব-ও-যাকাত এবং অন‍্যান‍্য  ধর্মের লোক-জনেরাও একই নিয়ম মেনে করলে পালন' হবে না মানব নামক জীবনে কোনই অনিয়ম।সেই রুপ চেতনায় এই জগতের তরে "সততার মর্যাদা ক'জনা দিতে জানে"।