মানুষ মানেই কষ্টের চাদরে ডাকা
অবুঝ শিশুমন বলেই তাই।
সেই মানব শিশুকেই দিতে শিক্ষা
করতে শিক্ষিত আপনত্ব জন।


পিতা-মাতা-বড়রা একই পরিবার
প্রতিবেশি পররত্ন মেলা!
বড়ই দ্বায়ভার জগতটিতে মানুষে
মিললে বেশ নয়তো শেষ।


এমন করেই মানুষ উঠছে গড়ে
ভাল আর মন্দ সবমিলায়ে!
কেহ করে নাই প্রতিবাদ অন্যায়কে,
কেন ভাই কোথায় লজ্জ্বা?


একই পরিবার একই সংসারে খায়!
সেই মানুষই ভাল-মন্দ।
রূপসী, গুণিজন, ভাল মানুষ ওরাই!
তবে কেন সমাজ কলূষিত?


কোথায় মানুষের সভ্যতা রয় বল?
মুখে নামজস রূপশ্রী বেশ!
অতীত ভুলে গেছে লোভী জোয়ারে'
নিপীড়ন প্রতিবাদ সকল একত্রে।


বেশ সমাজের মহান মানুষ সেজেছি
আজ হয়েছি বুঝি বড়জন।
আসলে সভ্যতা কাকে বলে অজানায়!
মানুষ জাতি আরাম প্রিয়।


অতীত সব ভুলে যায় অতিসহজেই
কে আছে অতীতকে জাগাবে,
সভ্যতা ফিরাবে অসভ্য মানুষ হতে?  
এই সমাজেরই ব্যবস্থায় বটে।


সেই সভ্য মানুষগুলি গড়ে উঠলেই
জাগবে সঠিক সত্য সোপান।
তবেই ফিরবে সভ্যতা এই সমাজে
নয়তো অসভ্য গ্রাসে সভ্যতা।
×××××××××××××××××
বাণী: সভ্যতা ছাড়া মানুষ কখনও জয়-লাভে সফলতা পায় না। অসভ্যতায় সাময়িক সফলতা পেলেও এক সময় হারিয়ে যায়। যা কখনও সভ্যতার আওতায় পড়ে না। তাই মানব শিশুকে ছোট বেলা হতেই একটি সভ্য নির্ভরশীল আবাসন দিয়ে সভ্য আচ্ছাদনে গড়ে তুলতে হবে। সেই শিশুই একদিন সমাজ তটে সভ্যতার পরিচয়ে উপযুক্ত নাগরিক গড়ে উঠতে সক্ষমতা পাবে। তবেই মানুষ মানুষে বস্তু নির্ভরশীল মানুষ সঙ্গী-সঙ্গিণী সভ্যতা লাভে সমাজ ধন্যতায় বিকশিত হতে থাকবে।।