সেই তো সৌভাগ‍্যবান যে জন নিজকে বোঝে
জানতে পারে, জানার প্রচেষ্টায় জয়ে প্রাণটান
সেই লোক গুলিই নারী-পুরুষ প্রকৃত জীবনের
ঊষা জাগরণী ভালোবাসা সৌভাগ‍্যবান জাতি।


একক সত্ত্বা কখনও আসে না সফলতা পায় না
শত প্রচেষ্টা উচ্চমান শীলতা হ্নদ সম্ভার অনন‍্য’
পেশাগত শতক দীক্ষা জীবন মূল‍্য সাধে অস্বাদ
তারপরও এক সময় জীবন যুদ্ধ বিজয়ী মানুষ।


ঐ’মানুষেরা চায়! নিজ জীবনকে যেমন বিজয়ী
আনতে পেরে সফলতায় সুযোগ পেয়ে মূল‍্যবান
বিধাতাই করেন চমৎকার সাগর উত্তাল চেতনা
মানুষই পারে উন্নত জীবন গড়তে সেই দীক্ষায়।


প্রতিজ্ঞা বদ্ধতা চরণে সুউচ্চশীরে মর্মতা আস্তা
সেই মানব জাতি আসবে ঘুরে মানবতা সেবক।
নিজের ভাগ‍্য গড়বে এই ভব তরে; গড়বে সাম‍্য
আকাশ পাতাল জল স্থল সর্বত্র জয় সৌভাগ‍্য।


আকাশ বলে এসো সেই ঊষা মন সন্তানেরা
তোমরা জাগো এই সমাজ তটে সুউচ্চ লব্দি।
পাতাল বলে লও আমাতে ঠাঁই পেয়ে মূল‍্যের
জল বলে তৃঞ্চা মেটাও; স্থল বিচরণ সৌভাগ‍্য।
***************************
বাণী: সৌভাগ‍্যবান মানুষ তো সেই ব‍্যক্তিরাই। যে সকল মানুষেরা কঠোর পরিশ্রম বিনিময় নিজের ভাগ‍্যকে পরিবর্তনে, বিধাতার দয়া চেয়ে সামনে এগিয়ে নিয়ে যোগ‍্যবান তৈরিতে প্রচেষ্টায় সফলতা পেয়ে উদারতা মননে সমাজের গুণিজন হয়ে দাঁড়ায়। সেই লোকগুলিই সৌভাগ‍্যবান।