একটি কথাই জানাই সকলকেই
ওহে ছাত্র সমাজ আপামোড় জনতা!
শোনেন! শোনেন! এই কথাটি সকলেই'
শুনে রাখেন; জেনে রাখেন; সিন্ধান্ত কি?


একজন যদি ছাত্র জীবন হতেই শৃঙ্খলা
মেনে করে পড়া-লেখা তাহলে হইবে কি
কাঙ্কিত ফল বিফল ঐ'মনের চাহিদার'ই
হিসাবের বাহিরে কোন অপূর্ণতায় ভরে?


সফলতা নিতে হবে সঠিক সিন্ধান্তের মন'
সেই অপূর্ব চেতনার মননের মানুষ গুলিই
প্রকৃত জ্ঞান অর্জনের হইবে যোগ‍্য মানুষ
সেই মানুষ গুলিই এক সময়ে হইবে অনন‍্য।


ঐ'সকল জ্ঞান লব্দের মানুষ গুলিই এক
সময়ে এই দেশেরই গুরু দায়িত্বের পদে
পদান্বিত হলে ঐ' সকল পদ-পদবীর কি
দায়িত্ব উহা বুঝেই সঠিকটিই করবেন।।


একজন যোগ‍্য ব‍্যক্তিকে যোগ‍্য জায়গায়
বসালে সেই জায়গাতে যখন যে কাজটি
করলে ঐ'প্রতিষ্ঠান সঠিক ভাবে পরিচালিত
হইবে নির্ভেজালেরই কল‍্যাণময়ের প্রেরণায়।।


এমন লোকই আমরা যে কর্মটি নাই জানা
সেই কর্মটিই নিয়ে করতে চাই পন্ডিতীতে
মন! দিয়ে দিশেহারা,  ঐ'দিকে অজানাতে
কি করিবে ভেবে না পেরে হয় যে দিশেহারা।।


সেই দিশেহারাতে জনগণ আজকের হচ্ছে
যে সর্বনাশার পরিণতিতে দিক-বি-দিকহারা!
সবই হচ্ছে একশ্রেণীর অযোগ‍্য মানুষেরই'
হেয়ালী পণাতে সিন্ধান্ত হীন তারই অবক্ষয়ে।।


দেখেন আমি লেখক হয়ে চোখে আঙ্গুল দিয়েই
দেখাতে চাই এতো বড় মহামারী করোনা কাল
বলে সরকার জন-মানবের জীবনের স্বাস্থ‍্যের
প্রতি নিরাপত্তা নিশ্চিতে দিয়ে আসছেন নানান..


স্বাস্থ‍্যবিধির বিধি-নিষেধ! মানুষেরই জীবন
রক্ষার্থে! সেই তরে আসলেই প্রকৃত পক্ষেই
কি সরকারের বিভিন্ন দপ্তর সঠিক ভাবে
করেছে দায়িত্বরত কর্মকর্তার দায়িত্ব পালন?


হায়রে বুঝমান অজ্ঞ মানুষ আমরা গত ত্রিশ
তারিখে শিল্প কল-কারখানা খুলে দেওয়ার
জন‍্যে মন্ত্রী পরিষদ বিভাগ, মাঠ-প্রশাসন সমন্বয়
অধিশাখা হতে জারি করেন দপ্তর আদেশ।।


ঔ'দপ্তর আদেশের সাথেই যদি শ্রমিক কর্মচারী
ও কর্মকর্তাদের কর্মস্থলে যোগদান করণার্থে রই'
সহযোগিতায় সঠিক সিন্ধান্তে গণ পরিবহণ সেই
এই দেশেরই জনগণ কর্মস্থলে পৌঁচ্ছাতে হতো'


না হয়রানির স্বীকার, অর্থদন্ড, সময় অপচয়ের।
যখন আপামোর জনতা চাকুরী ঠিক রাখারই
জন‍্যে গাড়ী-ঘুড়ার কথাটি না ভেবেই অনিশ্চিত
ধীর মনবলে বের হন পায়ে হেটে অর্ধেক পথ'


পাড়ির'ই পথি মাঝে হঠাৎ গাড়ী ছাড়েন সহায়তা
মনে এ'কি সিন্ধান্ত পরিবহণ নিয়ন্ত্রণ কতৃপক্ষের?
হায়রে অবস্থার স্বীকার যানজটের রোষের মন
এ কেমন সিন্ধান্ত? কে একত্রিশ তারিখ রাত্রের'


বারটা হতে এক আগষ্ট'২০২১ইং দুপুর বারটা!!
এমন এটি ভল সিন্ধান্তের তরে পরিবহণ এক-
যোগে ছাড়াতে সড়কে পড়ে এলো পাতাড়ী যান
জটের কঠিন দূর্ভোগের স্বীকারের রোষানল।।


সেই তরে বলি ওহে আজকের ছাত্র সমাজ!
কালকের এই দেশেরই সুযোগ‍্য দায়িত্ববান হবে
নাগরিক! দিবে নেতৃত্ব; হবে একজন গুরুত্বপূর্ণ
গুরু দায়িত্বের; সেই তরে বলি; নিও সিন্ধান্ত যথা
যেন মানব কল‍্যাণে সেথা দীপ্তমানের মানবতায়।
===×××===
===×××===
বাণী: যে উপকার করার জন‍্যে সময়ের উপকার সময়ে না করে কালক্ষেপনে সময় নষ্ট করে ঐ'কাজটিতে বিঘ্ন ঘটায়ে ক্ষতি করে শেষে এসে বলে দুঃখিত ভাই ভুল হয়ে গেছে। উক্ত ব‍্যক্তিটির চেয়ে বড় মুনাফেক কি আর দ্বিতীয় কেহ হতে পারে।।