সেই দিনটি আসবে বলে
সেই তরে ঐ দিনটি আসবে
সেই আশা পোষণে রয়ে মন
সেই ঐ যে উদগ্রীব ভাবনায়।


সেই যে ঐ সৈনিক চেতনায়
সেই মন বাসনা পূরণের উৎস
সেই দূ'সাহসী মনবলের অনন‍্য
সেই ভাবনাতে উজ্জীবিত মনে।


সেই সৈনিক ভাবনাতে রবে যোগ‍্যতা
সেই সৈনিক চেতনায় কম করে হলেও
সেই সৈনিক নিয়োগে থাকতে হবে ঐ
সেই সৈনিকের শিক্ষাগত যোগ‍্যতা।


সেই সৈনিক লাগবে নুন‍্যতম লেখাপড়া।
সেই সৈনিক ভাবনায় কাটে দিন রাত
সেই সৈনিক হতে হলে জানতে হবে
সেই সৈনিক চেতনায় কম বেশী ইংরেজী।


সেই সৈনিক হওয়া মনেই জাগে ক্ষণে
সেই সৈনিক চেতনায় ডর-ভয়-ভ‍ৃতির
সেই সৈনিক হওয়ার স্বাধের মন ভাবে
সেই সৈনিক লব্দতার দূর্লভ অর্জন মন
সেই সৈনিক মন বুঝি পাবে স্থান ছত্রে।।
===×××===
===×××===
বাণী :  আমি হব সৈনিক সেই চেতনায় ব্রত: অপেক্ষিত, জল্পনা-কল্পনা, আশা দীপ্তের ঐ সেই মননের যোগ‍্যতা প্রমাণে কি যে ভাল লাগাতে হয়ে মন। সেই তরে অর্জিত চেতনার সাধন-ভোজনের এক চেতনা দীপ্ত মনে কত যে পরিক্ষা-নিরীক্ষাতে অর্জিত এক সামাণ‍্য কর্ম ঝঞ্জা পেতে লাভে সৈনিক জীবন বলে কথা প্রলব্দে।