দেশ সেবার মনোভাবের
অনন্যতায় ভরা মনখানা
শুধুই কবে যেন তেরে্
ফিরতো মনের মাঝে ঐ..


পড়া-লেখায় মোটেই বসতে
চেতনা মন! হবো বলে ঐ
মনো ভাবনাতে সৈনিকেরই
মানষিকতায় সব সময় কেন’


যেন মনের মাঝে শুধুই হতে
চাওয়া সৈনিক প্রেরণায় ভরে।
আমার দেখা ও জানাতে সব
চেয়ে লাগতো ভাল সৈনিককেই।


সত্যই একদিন নিজ গ্রামের বাড়ি
ছেড়ে আসি ঢাকা শহরের মিরপুর
বারতে’ চলতে থাকে দিননিশি হয়
কথা অনেক জোয়ানের ও কর্মকর্তা


গণের সহিত! আরোও আগ্রহ জাগে
কবে হবো সৈনিক পড়বো লোভনীয়
বাহারী চক্করবক্কর পোশাক? কি যে
লাগে ভাল মনোলোভা মনে হয়
আসলেই সহজ! না মোটেও নহে।


এর মাঝে হল চাকুরী সৈনিক
হিসাবে নহে’ হল সৈনিকেরই
মাঝে মাস্টার রোলে বেসামরিক
(সিভিলিয়ান) সেক্টরের সামরিক


বাহিনী কমান্ড এন্ড স্ট্যাফ কলেজে
চলতে থাকে কর্মময় জীবন বলে
কথা! সেই তরে মন তবুও বলে
এই পুড়া কপালী! কবে হবি সৈনিক?


সৈনিক না হতে পেরেছি ঐ সময়ে
তাতে কি হয়েছে? মন সব সময়ই
ছিল যে সৈনিকেরই তরে’ চলে ছিলাম
ঠিকই সৈনিক চেতনার অপূর্বতায় ভরে।
    (চলমান)
===***===
===***===
বাণী : সৈনিক হওয়ার স্বপ্ন থাকা ভাল! বাস্তবে কেহ সৈনিক না হতে পারলেও তাতে কোন প্রকার দুঃখ ও কষ্ট নেওয়ার কিছু নেই। কারণ শুধু সৈনিক হতে না পারলেই যে দেশ সেবা করা যাবে না' এটা সঠিক নহে। যে কোন অবস্থাতেই মানুষ নিজকে যোগ্য করে তুলতে পারলে সে যে কোন পবিত্র কর্মসংস্থান হতে কর্ম করেই দেশ সেবা করতে পারবে। তাতে কোনই সন্দেহ থাকার নয়।