এখন সময়ই বড় অসহায়!
আমরা কর্ম ব্যস্ত মানুষেরা;
পড়া-লেখায় ব্যস্ত যে ছাত্র-ছাত্রীরা!
কর্মে ব্যস্ত কর্ম-জীবিরা!


রাজনীতিতে ব্যস্ত রাজনৈতিকেরা!
শিক্ষক ব্যস্ত কখন শেষ হবে তাঁর পাঠশালার কর্ম্!
চায়ের দোকান ব্যস্ত চা বিক্রয়ের!
পাগলে ব্যস্ত পাগলামিতে!


অলস ব্যস্ত বেকার কাজে!
লেখক ব্যস্ত প্রতিভা তৈরিতে!
আমিও তো লেখক কোন ব্যস্ততা নেই;
সকল প্রতিভাদের ন্যায়!


রিক্সা চালক ব্যস্ত ভাড়া পেলে!
যাত্রী না পেলে নেই কোনই ব্যস্ততা;
আমরা কিসে যে ব্যস্ত তাই তো জানি না!
আমরা কিসের নেশায়?


কিসের জন্য?
সময়কে করছি বড় অসহায়।
কেন করছি?
কেহ করে বিনা প্রয়োজনে!


কেহ করে প্রয়োজনে;
কেহ কর্ম-ব্যস্ততায় সময়ই নাহি পায়!
কেহ কাজের মাঝেই সময় খুঁজে নেই;
এরই মাঝে বিনোদন করে,


নিজেকে নেয় যে খুঁজে!
যে করে কাজ, সেই তো পায় সময়;
তৈরি করে নেয় নিজেকে!
থাকে না তার কোন অভিযোগ;


সে করে না কভূ সময়ের অবহেলা!
যে করেছে সময় অবহেলা;
সে কখনও পায়নি জীবনের..
আশার আলোর দীগন্তের উচ্চ রশ্মি’র;


সেই সময়ের সুফলতা,
আমরা মানুষরা কি যে পেতে চাই;
বিনা শ্রমে সময়ের সদ-ব্যবহার না করে!
তাই-আজ-সময়-ই-বড়-অসহায়।


          ==***==


বাণী : সময়কে যথাপোযুক্ত কাজে লাগাতে সময় ব্যয় করা ভাল! তবে অন্যায় ও অপ্রয়োজনে সময়ের অপব্যবহার করলে সময়ই একদিন বড় ধীক্কার দিবে।।