সমঝোতা চেতনা যে জ'না জানে
সে জ'না চেতনা ব্রত আগ্রহ প্রাণ!
জাগ্রত হ্নদয়ে অনুপ্রাণিত ভাবনা
যেন সর্বত্র আপনত্ব খোঁজসানিধ‍্য।


তারা করেই খুঁজে ফেরে অন্তর!
ভিতর বাহির একান্তই সংকল্পে।
যাদের ভাবনাতেই সর্বশান্ত মন
সমঝোতা অসাধারণ সুউচ্চারণ।


তাদের রয়কি সমঝোতা হ্নদয়ে
না'থাকে প্রাণের টান মন'টিতেই,
ভরসা অনন‍্য শোভার সমঝোতা;
তারা'কি ছাড়তে পারবে গুমড়ামী?


সহজ সরল মানুষেরা সবসময়
সহজ সরলেরই রুপরেখা ঊষা!
আপনত্ব এক অসাধারণ চাওয়া
সকল একে অপর সমঝোতায়।


এসো সাম‍্যেরই পথের পথিকে
সরলতা মনের দীক্ষায় সমতা।
প্রকৃতই ঊষামন ভাবনা জাগ্রত
নয়তো হারজিত এক পরিবার।


সময় সময় দিনমাস বছরান্তে
সেইমন সময় দিনক্ষণ লাগাও
কাজে যেন জীবনের সফলতা;
আসবে প্রতিটি পরিবার সকল।


সেই তৃপ্তির অবসাধ অবসান
ঘটবে সমঝোতা একান্ত হ্নদ।
সমঝোতা বলি মুখেমুখে আর
অন্তরে রেখে চলি কপটতার।


দূ'র্জনা ব‍্যক্তির অঅগ্র স্বরের
জটিলতা পরিবার একে অন‍্য।
নয়'তো সফলতা জীবন ধর্ম!
সাম‍্য সফল সমঝোতা তবে।
*****************
বাণী: সমঝোতাই উত্তম। সমঝোতাই একমাত্র মুক্তির শক্তি। সমঝোতা ছাড়া মানব কল‍্যাণ একা একা হতে পারে না। তাই শুধু সমঝোতা মুখে বললেই হবে না। সমঝোতার প্রকৃত লক্ষ ও সঠিক উদ্দেশ‍্য সুনিদিষ্ট লিখিত হতে হবে। অন‍্যথায় সমঝোতা অমূলক বলে গণ‍্য হয়ে থাকে। যা প্রকৃত সভঝোতার সহিত সাংঘার্ষিক।