এ কেমন অসভ্যতা?
দূস্কৃতকারী চোর অপরাধীরা
চুরি করতে বাঁধাতে
বিঘ্নতায় বিগ্রে হতাশায় মন।


হৃদয় মাঝে নেই সভ্যতা
হারামী পানাতে রয়!
যত সব কুকর্ম মন উত্তাল
কোথাও পায় না ত্রুটি।


কিসে করবে কাবু?
না পেয়ে উষা মনটিকে
দিতে কষ্টকর বেদনা
যাতে যাতন করতে পারে।


সেই অবচেতনায় বদনাম
হায়'রে মানুষ কুবুদ্ধি সেরা!
কেন করো এমন বদনাম?
কবে হবি তোরা সঠিক দীক্ষার?


সেই বদমাহিশের দল
অপরাধ জগৎ সঠিকতায়
রক্ষার্থে গুণি জনাকে দেয়
অপবাদ অপমান হাহাকারে।


বলে আরে উনি তো
করে না কোনই কর্মটর্ম
শুধু লেখা কবিতা টবিতা
শোনায় পাঠ সকলকেই।


অথচ এমন একজন কবি
যে সময়ের কাজ করেন সময়
করেন না নিয়মের বরখেলাপ
সেই মানুষটিকেই অপমান!


হায়রে হারাম যাদার দল'
তোরা তো মানুষ হতে পারিস না
অমানুষও হয়েছিস কি না দ্বন্দ;
কেন মিথ্যাচার মানুষ মানুষে?


এমন করেই তোদের জন্ম
কেন এলি এ'ধরাতে সন্দেহ!
আমি কবি লেখি কবিতা গল্প
সময় মতন করি কাজ সবই।


তোদের মতন হারামী নই
কর্মের পাশাপাশি ভাবনা চুরি
সেই মন কেমন করে জানবি
ঐ আদর্শ লোক ঠিকানা কর্মের।


যার নেই কোনই অপরাধ
সেই লোককে দিলি অপবাদ
তোরা কখনও পারবি কি হতে
প্রকৃত মানুষ এই সমাজ বুকে?


আসলকে নকল; আর নকলকে
আসল; সোনাকে তামা, তামাকে
রূপা; বাহ্! কোথা স্বর্গ তোদের?
নরক যে পাবি অপকর্মে জেনেরাখ!


সেই তো অপেক্ষামান মাত্রই
চুরি করে খেতি; মূল অর্থই হারাম
চুরি বন্ধ করেছি! তোদের ভালতে
সেই তোরা কর্ম করছিস তো বেশ।


আমারই জন্যে হস নাই কর্মচ্যুতি
কোন মতন চাকুরী করছিস বেতন
ভাতাও পাসছিস; চলছিস পরিবারে
তাতে নেই অনুতপ্ততা কেন'রে মনুষ্য?


তোরা কবে হবি সত্যই উন্নত মন
সেই মনে দেখবি একে অপর।
থাকবি সকল মাঝে পূর্ণতা পেতে
রাখবি না কোন স্বংশ্বয় হৃদয়টিতে।


কে বলেছে কান নিয়েছে চিলে
সেই কথায় কানে হাত না দিয়েই
শোনা; শোনাতে বলে আমি না শুধুই
লেখি কবিতা শোনাই সকলকে গল্প!


ওরা গাঁধা! অসভ্য সমাজ নেতা দল
কোন হারামীর বাচ্চা বলেছে আন না
আমার সামনে কাজ ফেলে লেখি কাব্য
করি না কাজ কর্ম দাপ্তরিক শুধু হিংসা!


তোরা যে চোর; সত্যই আমার দায়িত্ব
পালন এতোটাই নিরাপত্তা পারছিস না
চুরি করতে কোম্পানির মূলবান সম্পদ
সেই ক্ষোভেই এতো আক্ষেপ প্রতি'মাতে?


কোথায় তোদের স্বর্গ-নরক শয়তান
তোরা কেমন মানুষ; মুখ দেখাস কি
করে পরিবার সমাজ তথা আরো অন্যে?
সোনা কথায় কান দিও না শোনরে বিজ্ঞজন!

গুণি জনাকে মর্যাদা দিও; তোমাদের
প্রজন্মরাও পাবে মর্যাদা এ'সমাজে।
অপর করলে ক্ষতি; তুমিও পস্তাবে
সম্মান দিতে না পারো; নষ্ট করিও না
মূল্যবোধ এই সুন্দর জগৎ; পশুমনে।
××××××××××××××××××××××××
বাণী: মানুষ কি ঈমানদ্বার? মানুষ প্রকৃতই ঈমানদ্বান হতে হলে কোন অবস্থাতেই একে অপরের শোনা কথায় কান দিয়ে সত্য-নিষ্ঠার সঠিক প্রকৃত মানুষটিকে দীক্কার দিয়ে অপমান মূলক ব্যবহার করে নিজ ও নিজেরাও পাপী বনে দোজখ বাসী না হওয়া। যা যঘন্নতম অপরাধ। যে অপরাধ বিধাতার নিকট ক্ষমার অযোগ্য। যে যার নিকট বদনাম তাকে জানতে হবে ঐ'সকল ব্যক্তি কেমন? তার সাথে মিশা ও সময় দেওয়া। তবেই না বুঝবে কে কেমন! যঘন্ন ব্যক্তিরাই মানুষ মানুষকে তাদের অপ্রয়োজনীয় স্বার্থের জন্যে প্রাণনাশ পর্যন্ত ঘটাতে দিধাবোধ করেন না। যারন্যায় শোনা কথায় কান দেওয়া ও সেই মোতাবেক নিরীহ ভাল ও সৎ যোগ্য মানুষকে অপমান মূলক কথা-বার্তা বলে হ্যায় প্রতিপন্ন করাটাও নাযায়েজ। এমন পাপ কখনও ক্ষমার যোগ্য হতে পারে না। মানুষ রূপধারণে জন্ম নিয়ে ঐ'ধরণের অপরাধ মূলক সমালোচনা ও কর্ম-কান্ড না করাই উত্তম ও শ্রেয়।