শোন মানুষ শোন সকলে
শিশু-কিশোর, ছোট-বড় ও
আবাল-বৃদ্ধ-বর্ণিতা মেলিয়ে
দু'টি নয়ন আলোর ভাবনায়
ঐ যে দেখ পশ্চিম গগণে
শেষ অবদিতে সূর্যি মামা'
যাচ্ছে তলায়ে আকাশেতে।
ঐ আকাশই দিচ্ছে দেখা
দিনের আলো শেষে সূন্দর
আভাসের সন্ধ‍্যার ছোঁয়ার
আলো ঝলমল তারা ঝিলমিল।


সেই আলোক ময়ের পূর্ণ চেতনায়
ভরে মন রয়ে যেন শোভায় পেতে
ঐ দিকে পশ্চিম আকাশের সন্ধ‍্যা
গগণ হতে আসছে ভেসে সুমধুর!
আযানের ধ্বনি, সিংগার সুরের
জাগ্রত মননের অপূর্ব সারা মেলা'
নানান জনের নানান কর্মের শেষে
ঘরে ফিরে বাড়িতে আপন জনকে!


দিতে সময়' করবে নিজ পরিবারের
আপনালয়ে সুন্দর ভাবনাতে সন্ধ‍্যা
রাতের সকল কর্ম শেষ করবে অনন‍্য
মনে তবেই তো স্বার্থকতায় ধন‍্য হবে।
সেই সন্ধ‍্যা নামক অপূর্ব ঝলমলে ঐ যে
সেই সন্ধ‍্যা আলোক ঝলমলে চেতনায়।
কত কোলা হল! রয়ে মনে অসাধারণে
পূর্ণতা পায় সেই সন্ধ‍্যা রাত নামক ঔ যে!
সন্ধ‍্যা বাতির অপূর্ব রুপে দেখা পায় সেই
অর্জনের অনন‍্যতায় ভরা মনের স্বার্থকতা।
===×××===
===×××===
বাণী : মানব জীবনের শত সন্ধ‍্যা ঘনিয়ে আসুক না কেন! যদি থাকে ধীর প্রত‍্যয় সংকল্প মনে অবশ‍্যই সেই চেতনায় অর্জনে অপূর্ণতা লাভে ধন‍্য হবে শত সন্ধ‍্যাকে জীবনে জয় করে। সেই সফলতাই প্রকৃত অর্জনে স্বার্থকতা লাভে ধন‍্য হবে। তবেই তো সন্ধ‍্যার অপরুপের  দেখা মিলবে উজ্জ্বল ঝলমলে সন্ধ‍্যার চমৎকার শোভাতে শোভিত হয়ে দেখা দেওয়ার নামই হলো অন্ধকারের মাঝে আলোর সন্ধ‍্যান লাভ।