দূর হতে এলো যে
মা জননী হতে ফোনকল
কমল কন্ঠের স্বর শুনেই
সম্মানের সহিত সালাম
প্রদর্শনের সহিতই মা ডাকে


বলি কতটাই যে আপন
জানাতে প্রাণের টানে
হ্নদয়ের আচমকা স্পন্দিত
স্নিগ্ধতায় ভরা মনেতে।


পেলাম যেন সন্ধ‍্যা রাতের
শোভা দূর হতেই মায়ের
স্নেহের ঐ'সেই মমতা কন্ঠের
অপূর্ব ডাক! বাবা কেমন আছো?


দরদ মাখা মুখখানী
ফোন কলের ঝলকে
মনে হল মা জননীর
নিদর্শন প্রীত দোয়ার;


হাওয়া এসে লাগলো
যেন আমারই মনের
জানালাতে শীতল করে
প্রাণেরই অন্তর মাঝে।


আ-হা-কি-যে-লে-গে
-ছে-ভা-ল-ক-ত-ই-আ
-প-নে-মা-জ-ন-নী-তে
-স-ন্ধ‍্যা-রা-তে-র-ক-থা।


সেই যে এসেছিল
সন্ধ‍্যা রাতের কথা
নিয়ে মায়েরই ফোন'
মায়েরই কন্ঠ মাতত্ব!


আঁচলের ছায়া আবৃত্ত!
মা'জননী জেনে নিলেন
আমরা কেমন আছি?
ভালো থেকো বাবা!


বউ'মা কেমন আছে?
তোমরা সাবধানে থেকো!
সময়টা ভাল যাচ্ছে না'
আমারও শরীরটা ভাল


যাচ্ছে না বাবা!
দোয়া করিও বাবা!
রাখলাম ভাল থেকো
শুভ'সন্ধ‍্যা; শুভকাভনা।


সেই তরে রেখে দিলাম
আমার হ্নদয়ের মাঝে
মা'জননীর অবিস্মরনীয়
"সন্ধ‍্যা রাতের কথা"


ইতিহাস সাক্ষী রবে বলে
বাংলা সাহিত‍্যের পাতাতে
আজিকের তরে রচিত হল
মায়ের সহিত সন্তানের মত;


বিনিময়ের চমৎকার আত্মঃ
উপলব্দির আতস্তের অপূর্ব
অবর্ণনীয় ভালো লাগার মত
সুন্দর চরণে সন্ধ‍্যা রাতের কথা।
===×××===
===×××===
বাণী: মা'জননী এমনই একটি শব্দের উচ্চরণ! তুলনা করা যায় না অন‍্য কোন কিছুরই সাথে। সত‍্যই অতুলনীয় এক অনন‍্য শব্দ চরণ মা' জননী বলে একক সত্তার নাম।