কোথায় স্বর্গ কোথায় বাস
নরক কোথায় ভাবনা কার?
এমন করে চলছি মানুষেরা
ভাবে কি সঠিক মানব মান?


মুখে আসে বলে ফেলি বেশ
শেষ কোথায় শেষমেষ মনুষ‍্য?
হায়রে মানুষ; কেমন আমরা
সুখে থাকার চিন্তা সুখ কোথা?


বিধাতার বিধান অমান‍্য মনে
খেয়াল খুঁশি মতন চাল চলন।
মানুষ হিসাবে করণীয় নয়তো
বালাই সেথায়' কিসের নেশা?


জীবন গতি ভাবনা রথ অজানা
সকল দিক লক্ষ মানুষ সঠিকতা
পায় যে সফলতা সতত সুন্দর
সুমতি জীবন মন প্রাণ মানুষের।


সেই তারাই হয় কল‍্যাণকামী সুখ
পাবেন যারা তারা স্বর্গবাস সুখের।
এসো মানুষ সঠিক পথে এসো রে
যেওনা বিপথে কোন মতেই এ'ধরা।


হিসাব নিকাশ সুস্থতা কামনা বাসনা
যাই যার রয়; সবই যেন চাই ঐ'যে
রয়েছেন আমাদের সৃষ্টিকর্তা তাঁরই
নিকট সেরা চাওয়া রইবে না দ্বিধা।


এমন কর্ম করি! দুনিয়া আখেরাত
সকল কিছুই মুক্তিকামী অনন‍্যতা।
সর্বোত্রে সহজ চলা মন হবে স্বচ্ছ
সেই স্বচ্ছতা মনে দেবে দেখা স্বর্গ।