আমি যে এক জন মস্ত বড় ড্রাইভার!
গাড়ি চালাইতে পারি আর না পারি
হাতে ধরায়েছে যে ওস্তাদ তার সর্বন‍্যাস
করতে তো পারি।
ওস্তাদে বলেছিল বাবা, ভাই, সোনা;
হাতের কাজ শেখ যদি ভাল একজন চালক হবে ভাল
এই কাজে দেও যদি ফাঁকি
কর যদি অবহেলা
তোমায় দিবে যে যন্ত্রনা!
কাজটি শেখ মন লাগায়ে
দিওনা যে ফাঁকি,
এই কাজে ফাঁকি দিলে; কাজটি তোমায় দিবে...
অজিনাতেই ফাঁকি।
পড়া-শুনা কম করেছো তাতে কি হয়েছে?
আজ তোমায় সুযোগ এসেছে
টেকনিক‍্যাল জ্ঞান অর্জনের; কর না জ্ঞানার্জন...
এই অর্জনে ভাল করলে; হবে একজন ভাল চালক যে।
কত মানুষের জীবন যাত্রী হবে তুমি চালাবে গাড়ী!
তাই তো বলি সড়ক পথের নিয়ম-কানুন জানি ও মানি।
শুধু গাড়ী চালাতে জানলেই কি হওয়া যাবে প্রকৃত ড্রাইভার?
চালক যেহেতু হতেই হবে ;
শিখতেই হবে গাড়ীর ইঞ্জিন ও অন‍্যান‍্য যন্ত্রাংশের সব।
শিখেছো তো চালানো গাড়ী আরও নিয়ম-কানুন!
এবার তবে বস স্ট্রেয়ারিং এ সাবধানতার সহিত
চালাও তবে গাড়ী।
গাড়ী চালাতে সড়ক পথে রয়েছে অনেক নিয়ম-কানুন
চালাও মেনে তবে।
সিগন‍্যাল সমূহ (হলুদ, সবুজ ও লাল) সংকেত মেনে;
হলুদ বাতি'র সংকেতে কি বুঝায়?
লাল বাতির সংকেতে কি বুঝায়?
হলুদ এর পর সবুজ বাতিতে কি বুঝায়?
জেনে বুঝে মনে রেখে চালাও গাড়ী এক মনে।
স্প্রিট ব্রেকার সমুহতে ধীরগতিতে...
স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট-বাজার, দোকান-পাট,
জনসভা দেখে সাবধানতায় চালাও গাড়ী ভেবে।
একই রাস্তায় তুমি চালাও গাড়ী,
চলে পথচারী ও ছোট যান
সকলেই কর্মের জন‍্য একই পথেরত;
কারও প্রতি অবহেলায় ঘটাইওনা সড়ক দূর্ঘটনা!
তোমার দ্বারা যায় না যেন প্রাণ তোমারই মত একটি মানুষের।
তুমি যেন জীবনে শুনতে না পাও একটি মা-বাবা, ভাই-বোনের
সন্তান ও ভাই-বোন হারানোর-হা-হা-কারের আত্ননাদ?
তোমারও জীবনে নিতে হবে না আত্ন:গ্লানির জেল জরিমানা।
যত্রতত্র গাড়ী না থামায়ে
সঠিক স্ট্রো-পিচে গাড়ী থামায়ে যাত্রী-উঠাও-নামাও তবে;
দূরত্ব বর্জায় রেখে ও ওভার টেকিং নিয়ম মেনে চালাও গাড়ীটিকে।
তারাহুরা করে চালানো যাবে না তোমায় চালিত গাড়ীটি যে;
নিয়ম মেনে চালালে গাড়ীটি দ্বারা হবে না ক্ষতি যান ও মালের।
প্রাণ ঘাতকের মত কাপুরুষ হতে হবে না কোন চালকের
আহাজারির মত আত্ননাদের গ্লানি শুনতে হবে না কোন জন মানুষের।
মানব বন্ধন ফেস্টুনিতে ও ব‍্যানারের খল-নায়ক হতে হবে না কোন চালকের।
ফাঁসি চাই ড্রাইভারের!! ফাঁসি চাই।। ফাঁসি চাই।।
শুনতে হবে না ঘাতক শব্দের মত যঘন্ন অপরাধীর শব্দ।
চোখে ঘুম নাহি নিয়ে গাড়ী নাহি চালাবো,
নেশার মত কোন অখাদ‍্যই নাহি খাইবো,
শত প্রতিকূলতার মাঝেও নিজেকে প্রস্তুত রাখবো
একজন সৎ ও সচেতন নাগরিকের ভূমিকায়
চালাইবো গাড়ী হবো না বিপথ গামী;
ঘটাবো না সড়ক দূর্ঘটনা
অমান‍্য করবো না স্প্রিট ব্রেকারের নিয়ম-কানুন।
===×××===
===×××===
বাণী : মানুষই গাড়ি চালক! তাই মানুষকেই নিয়ন্ত্রণের মন হতে হবে গাড়িটি। তবেই সড়ক দূর্ঘটনা রোধে নিয়ন্ত্রণ কার্যকর হবে।