ছোট কথা!
ছোট ছোট দুঃখ কথা
নিতান্তই সহজ সরল;
রয় যদি মনে হয় যদি
সংশয় তবে কেন করবে
সেই কাজ বেদনা পাবে
বলে, কেন দুঃখ দেবে
গো আমায়! বল না ঐ
কথাটি; হয় না কি বোধদয়?


তোমাতে তোমায় বলি!
তবে কেন কর মুই হয়ে
মুইকেই মুই এ রই না?
আমাতেই আমি'; হয়ে
রই কি জানি হতে চাই
অহমিকায় ভরে অসভ্য
অহংকারে কাউকে নয়
কোনই ধীক্কারে যার মন
সেই তো প্রকৃত মানুষ হয়ে
রবে এক জন যা রইবে
মানবের তরে হবেই না
কোনই ছোট কথা;
ছোট ছোট দুঃখ ব্যথা!


শিখিবো ভাল কথা, ভাল
কাজ-কর্ম, দিবো না কাউকে
দুঃখ বেদনা হইবো না কারো
জীবনের ক্ষতিতে হুমকির মানুষ!
শুধুই মানব জীবনে বহিবে
ঈমানের জোর সততার বল!
নতুন বৎসরের রইবে এই পণ।
তাতেই কাপড় তাতেই ভাত;


যদি হই কর্মঠ হয়ে উঠি কর্ম-দক্ষ
এতে যে করিবে না কোনই লাজ!
সেই তো হইবে জয়ী শপথে নতুন
বৎসরের হয়ে দীক্ষাতে মানবের'
তবেই তো সফলতায় পাবে জীবন
মানুষের শুনতে হইবে না ছোট প্রাণের
ছোট কথা সেই নিতান্তই সহজ-সরল।।
===×××===
===×××===
বাণী : যে সমস্ত মানুষেরা অপরের ভাল মন্দের পক্ষে-বিপক্ষে সন্মুখে কথা না বলে, পিছনে কথা বা সমালোচনা করে থাকে, সেই সকল লোজ-জন কখনও তাদের জীবনের উন্নতি তো দূরের কথা! ঐ করেই সময় অপচয়ের জীবন নামক তরি ছাড়াই' খালি তবলাতেই অশান্তির বাসর কাঁটিয়ে পরপারে চলে যায়, তাদের জীবনটাকে পিছনেই ফেলে।।