এমন একটি কবিতা লিখছি সকল মানুষের জন্যে
আমরা মানুষ হই একে অপর প্রত্যেকে আপনত্ব।
ছোট সেই জনেরা; যারাই কোমলমতি শোভামন
বড় তারাই চরিত্রে; ভালগুণ, ভাল স্বভাব অপূর্ব।


এমন নয় তো বয়সে বড় মান্য সকল ছোটদের
ওরা আমাদেরই সন্তান; আমরা মানুষ মনুষ্যত্ব।
পাই যেন সর্বত্র জ্ঞান বিবেক বিবেচনা বোধদ্বয়
সম্মান সম্মানিত উচ্চমান মর্যাদা অনন্য হৃদয়ে।


সেই মন প্রাণ রয় যেন একে অপর জনা তরে
জগৎ সংসার বড়ই কঠিন মানব জীবনটি এক!
অতিসাধারণ পরবাস ধন-রত্ন প্রয়োজন আছে
তাই বলে নিজ জীবন সর্বনাশে ভরে নয় লোভ।


করি সংবরণ হই দীপ্তমান; অতিমর্মতাবোধের
চেতনা শক্তি পাই যদি সকল মানব কল্যাণেই।
তবে কেন পাইবো না সুখ এই দুনিয়ার বুকেই
আমরা মানুষ মানুষের জন্যেই কেহ নহে ছোট।


একটি কথা ভেবে দেখি মানুষ আমরা সকলেই
ছোট বড় আপন পর কত ভাল লাগা রয় সেথা।
নয়ন দু'টি জুড়ায় যেথায় অমর স্বপ্ন সাধ জাগে
যখন মানুষ মানুষেরই প্রতি হিংসা নাহি থাকে।


আহা! দেখা মেলে কত সুন্দর জীবন মানবতা
একে অপর জাগ্রত জাতি অসাধারণ ভাবনার।
সমাজ বলবে কথা; সমাজ হবে সঠিক উপমা
কর্ম গুণ করে বড়-ছোট! নয় বয়স পার্থক্যের।
×××××××××××××××××××××××××××××
বাণী: দামী কথা সেই বলতে পারবে, যে লোক প্রকৃত পক্ষেই সত্যত্যাগী নিষ্ঠাবান। সেই সকল লোকেরাই সমাজের দামী ও গুণি জন। অন্যথায় এই ভাল আর এই মন্দ স্বভাব নিয়েই চলা মানুষ ছাড়া আর কিছুই নয়।