সাবধান মানুষ সকল; সকল ধর্ম-বর্ণ-গোত্রের
সতর্ক হও! জেনে রাখো; কোন কথা কোথায়
বলতে হয়। রেখো জেনে আরো বিধাতা কোন
স্থানে, কোথায় কোন কাজ ও কথা যায়েজ তা..


বলে দিয়েছেন। সেই আদেশ-নিষেধ মান্যে
সর্বোত্র চলাচল ধর্ম কর্ম সঠিকতা নীতিতেই
অবিচল মনুষ্যত্ব ধারা বাহিক জীবন যাপনই
একমাত্র আল্লাহর আদেশে যাপিত জীবনচল।


সেই কথাটিই আল্লাহ্ বলেছেন অন্যথা নহে'
মানুষ আমরা পরিচয় বহণে বলি আমি মানুষ!
আসলে প্রকৃত কথা কোথায় কোন ধর্ম গ্রন্থের
কোন পাতা কত পৃষ্ঠায় লেখা রয়েছে মানুষ..


আমরা প্রকৃত মানুষ সত্য-নিষ্ঠার না হয়েই?
অনেকেই অন্যায় অপরাধ করে বলে থাকে
সবই আল্লাহর ইচ্ছা; একটু ভুল হয়েছে কি
আর করার, কেন ঐ'ভুলটি না করে মানুষ..


মানুষকে ক্ষতি না করে; ভাল কাজটি করে
বলা যায় না আমি ভাল কাজ করেছি ভাই!
কেন মানুষ হতে মানুষ হবে বিদ্রুপ হতাশা?
কেন রে মানুষ মন্দটা পার; ভাল নয় কেন?


মন্দ কাজ করে বাহ্ বা না নেই মানুষ দল'
জেনে রাখো মন্দ কাজে নেই কোনই সাধ।
সত্যই সঠিক ও উত্তম সেরা জগৎ সর্বোত্রে
অনেকেই বলেন মানুষের নেই কোন ক্ষমতা!


মানুষ মানে মাখলুক কিছুই করতে পারে না
আল্লাহর হুকুম ছাড়া, আসলে কথাটি সঠিক?
যারাই বলেন এই ধরণের কথা, তারাই ভুল
বলেন কথা। যে লোক ভুল ও অন্যায় কাজে


লিপ্ত হন। সেই লোককে কি আল্লাহ্ বলেছেন
কখনও অন্যায় ও ভুল কাজ করতে যে অপর
এর মুরগী না বলে ধরে এনে ভক্ষণ করতে?
পরের সম্পদ ছিনায়ে এনে, অপরের বউকে..

লাগছে বেশ বলে উত্তোক্ত করতে, অবৈধের
দুষ্টমন ঘুষ খাওয়া, মিথ্যা বলা, হকনষ্ট করা,
জমির হাতাল ঠেলে নিজ জমি বৃদ্ধি করা, ঠক
বাজ করে দিন পার করা, বিনাশ্রমে খাওয়া!


না কোন অবস্থাতেই আল্লাহ্ মানুষকে অসভ্য
ভাবে চলা কোন ধর্ম গ্রন্থেই আদেশ-উপদেশ
দেন নাই। মানুষ নামের পশুরা করে অন্যায়
দোষারোপ করে থাকি বিধাতার পবিত্রতার।


এমন সর্বোনাশার দলেরাই ধ্বংস হয় এ'ধরা
আল্লাহ্ মানুষকে ছেড়ে দেখেন; ছাড় দেন না
কোন মতেই। একটু হিসেব কষে দেখা সবই
হিসাব মিলবে শোনরে মানুষ সকল আমরা।
××××××××××××××××××××××××××××
বাণী: মানুষ বড়ই অবুঝ! মিথ্যা বলা মানুষের কাজও নয়; অভ্যাসও নয়। মিথ্যা বলা হল মানুষের বদ-নেশা ও খারাপ সংঘের অসভ্যতার অশোভন আচরণ। যা মানুষ আল্লাহকে ভয় ও আখেরাতের শাস্তির কথা অনেকাংশে দুনিয়াতেই লজ্জ্বা ও মান-সম্মানবোধ চিন্তা থাকলে সেই সকল মানুষেরা কোন অবস্থাতেই খারাপ ও মিথ্যার আশ্রয়ে পাপী মানুষ হতে পারে না। পরিবার তথা সমাজে সেই সকল মানুষের বড়ই অভাব। যা মানুষ নাম হিসাবে আল্লাহর আর্শীবাদ না পেয়ে অভিশপ্ত জীবন যাপন করত: এক সময় দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। যা যঘন্নতম পাপী জীবন চল মানুষ নাম পশু যাপিত ছাড়া আর কিছুই নয়।