ছাত্র হলে সময় থাকতে করবে পড়া-লেখা
কর্মজীবি হলে কর সঠিকতায় কাজ-কর্ম!
জীবন চলা তবেই না সহজ উত্তমতা পাবে
যারাই সেই জীবন কাম্য; সফল তারাই।


হায়রে মানুষ সুখ খোঁজ; সুখ কি সহজ?
আসলেই সুখ সহজ; প্রকৃত সুখ ঠিকানা।
এমন জীবন আশায় বিধাতা যেমন দেন
সেই আশার আলোয় ভরা মনটিই সুখি।


ভাববে কাল হাতে সময় হবে করবো যে
দেখবে অন্য রকম একটি মূহুর্ত আসবে।
এসেই ভর করবে নিজ জীবন নেই সময়
নিজ কাজ করতে চাইছে একেবারে মন।


তাই তো সময় বড়ই আপন; পরও বেশ!
কি যে উপায়; কেমনে চল; সময় হয়পর।
সময়ের সাথে সদব্যবহার না করাতেই ঐ
সময় মর্যাদা অপমানে মানবকে করে হেলা।


যখন যে সময় স্থান কাল পাত্র ভেধ সমতা
যে করে থাকে উষার আলোক জাগ্রত প্রেম।
সত্যই জাগবে সেই সকল মানুষেরই জীবন
নামক এক অপর্ব সুন্দর শোভা সময় আদব।
××××××××××××××××××××××××
বাণী: সময় আদব হল এমন একটি অর্থবহ শব্দ সম্ভার। যাকে কর্তব্য পরায়ণতার মাধ্যমেই কেবল মাত্র মানব জাতি তাঁর সঠিক লক্ষ্যে পৌঁচ্ছাতে পারবে। মানব জীবন স্বার্থক করে গড়ে তুলতে অবশ্যই সময় নিষ্ঠাবান হতে হবে। অন্যথায় অনভিপ্রেত চাওয়া-পাওয়া ছাড়া আর কিছুই নয়।


চলমান..