ঐ যে ছিল একজন সুন্দর বয়স্ক বুড়ি মা!
তাঁর ছিল চারটি ছেলে ও একটি মেয়ে!
সেই বৃদ্ধ ভদ্র মহিলাটি শুধুই কোল টানতো
ছোট সন্তান চেতনায়’ বড় ছেলে কিসে খুঁশি


হতে চেত, কোন কাজে সে সফলতা পাবে,
সেই চিন্তা কভূ নাহি ভেবে, শুধুই উল্টা পিঁঠে
অন্যায় আপত্তি কর, আবদারে করে থাকতো
মন মেজাজ ভারীর।


কখনও ঐ বুড়ি মা! বড় ছেলেকে নিয়ে স্বপ্ন
আঁকেনি! কি হবে যে ভবিষ্যৎ বড় ছেলের!
যখনই কথা হতো; তখনই বলতেন, ঐ সেই
তরে অমোক ছেলের ওটা, আরেক ছেলের সেইটা,

পুরাতন বাড়ির সমস্যা’ কি যে কত রকমের
থাকে তাদের অসুবিধার অজু হাত! বড় ছেলে কি
করে মিটাবে, সেই সকল চাওয়া-পাওয়া? তারপরও
নিজের ভবিষ্যৎ চেতনার কথা শুধুই নিজ মাথাতেই রেখে,


করে গেছেন সেই বৃদ্ধ বুড়িরই আবদার নাইনটি ফাইভ
পার্সেন্ট (%) পূরণে। মুরব্বি ও বয়স্ক মা’ বলে কথায়’
ফেলেনি মুরব্বি চেতনা বোধগম্যতায়; করে গেছে যতটুকুন
সম্ভব ছিল সেই মনোভাবে! তাতে করেন নাই কোনই কমতি।


ঐ সেই বৃদ্ধ বুড়ি মা যখন বলতেন বড় সন্তানকে!
ঐ ছেলেটি বলতো ওবুড়ি মা! কে দিবে আমায়?
শুধুই চাও তোমার ছোট সন্তানদের মানুষ করার
বোধগম্যে! আমি পাব কোথায়? ভবিষ্যৎ কি হবে?


এই কথা বলাতেই বুড়ি মা বলতেন, তোকে আল্লাহ দিবে!
আসলে প্রকৃত পক্ষেই সেই কথাটিই সত্য হয়েছে। যাদের
জন্যে দিয়েছে বড় সন্তানকে কষ্ট’ ভাবেনি তার কথা,
ভবিষ্যতের ভাবনা! তাতে কি হয়েছে?


অদম্য মনোবল ও কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের
অনুকূলে ঠিকই একদিন যোগ্য মানুষ গড়ে তোলাতে
বিধাতা করেন নাই কোনই কমতি। কিন্তু ঐ বৃদ্ধ বুড়ি
মা'টি যে চেতনায় দিয়েছেন কষ্ট, দু:খ, বেদনা, অপবাদ,


আঘাত, সুনামের বিপরীতে অপমান। যে কোন কমতিতেই
মনে হয় যেন কত বৎসর দেয় নাই টাকা-কড়ি। তারা কিন্তু
প্রকৃত পক্ষেই হয় নাই সঠিক ও সুস্থ মষ্কিকের মানুষ। দাম
কি দিয়েছে ঐ বৃদ্ধ বুড়ি মার? না বুঝ চাওয়া-পাওয়ার শ্রমের


-সেই সন্তানেরা? না দেয়নি। যাকে করেছে অবহেলা বিধাতা
তাকে কিন্তু দিয়েছেন ঠিকই সম্মান! প্রকৃত মানুষ হ্ওয়ার যোগ্যতা,
করেছেন মহান ও সম্মান জনক স্থান দান এই জগতেই। তাই তো
বলি কোনই সত্য ও কতব্য নিষ্ঠার প্রকৃত শ্রম বিফলে যায় না কখনও।


বিধাতা যেতে দেন না কোন অবস্থাতেই। সত্যই আজ দেখতে পাচ্ছি
সুন্দর সেই বয়স্ক বুড়ি মা'র ঐ চেতনা বোধতায় জ্ঞান উপলব্দিতে।


××××==××××
××××==××××
বাণী : যে সকল লোক জন এক মানুষকে ঠঁকায়ে অপর জনদেরকে খুঁশি করে থাকেন! প্রকৃত পক্ষে ঐ সকল মানুষেরা কোন মতেই না নিজের ভবিষ্যৎ ভাল করতে পারে! না যাদের জন্যে করে সেই মানুষও প্রকৃত মানুষ হয়! সেই জন্যে আমি বলতে চাই পর শ্রী-কাতরতা নহে। হতে হবে নিজ কর্মের প্রতি আস্তা ও আত্ম:তৃপ্তিতের মূল্যবান মননের মানুষ। অন্যথা নহে।