এ কি জীবন তোমার?
কত যে হাসা-তে-মাতা-য়ে-রেখে ছিলে অনেকেরই!
তোমাতে ভুলা যাবে কি আর?
তোমাকে ভুলায়ে পেয়েছে যারা বিনোদন;
যে বিনোদনে তোমাকে করেছ বিভোর!
করেছ বিমোহিত; হয়েছো আনন্দ প্রিয় একজন;
তোমাকে নিয়ে অনেকেই করেছে তামাশা!
করেছ তাদের নিয়ে রং।
পল্লী গাঁয়ে দেখতে পাই, কেহ করে জোকস ও ব্যঙ্গ;
কেহ করে আনন্দ, হাসিতে আঁট খান।
হাসতে হাসতে হয়ে যায় হাসির রাজা;
কেহ তামাশা করেই দিন কাঁটায়!
কেহ বা করে গল্প ও কিচ্ছা।
ভেবে কি দেখেছো, করেছো কি জীবনে?
তামাশায় করেই কি শেষ হবে এ জীবন?
হেলায় না কাঁটায়ে; না করে আর হেয়ালিপনা!
অল্প রং তামাশায় দিয়ে বিনোদন;
সকলকে করে আপন; নিজেকে গড়ে..
নিতে না পারলে তোমার জীবন যে হবে তামাশায় ভরা;
তখন দেখতে পাবে যে, কেহ নাই তোমার পাশে!
তুমি হবে জীবন অতৃষ্ট এক হৃদয় ভাঙ্গা হা-হা-কার..
সে যে এক অন্য রকমের অচেনা;
শুধু নামের অভাবী রুপের মানুষ।
সময় যে তোমাকে গ্রাস করে ফেলেছে!
পাবে কি আর কখনও ফিরে?
মানুষ হতে হলে চাইতে হবে আল্লাহর আর্শিবাদ
তা না চেয়ে দুনিয়ার ভ্রান্তিতে ভাসায়েছ যে!
তাই তো আজ তোমার জীবন হা-হা-কা-র।
একদিন তুমি নিজেই নিজেকে বলবে;
কি যে তামাশা করেছি জীবনে!
এই অভাব পূরণ হবে না যে আর;
আমি লেখক আপনাকে উপকার করার;
অবৈধ অর্থ-কড়ি নেই যে আমার;
তাতে কি হয়েছে এই যে বিথা সময় নষ্ট না করার;
যে উপদেশ দিয়ে গেলাম!
উহায় লুফে নিয়ে সময় টা কে কাজে লাগায়ে
হা-হা-কা-র জীবনের হতাশা কাঁটাও তবে..
সময়ের মূল্য দেও জীবন গড়ার;
দিলাম না অর্থ-কড়ি;
দিলাম সময়ের সদ;ব্যবহার করার!
এক বিশাল বিশালতার বাণী।
===×××===
===×××===
বাণী : মানুষের জীবন ক্ষণস্থায়ী! তারপরও অনেক মূল‍্যবান হয়ে বহমান সর্বত্র মানুষই। তাই মানব জীবন কখনও হেলায় ও তামাশা করে জীবনকে নষ্ট করা যাবে না। আর তামাশার জীবন অন্ধকার নর্দমার পঁচা কুঁয়ার দূর্গন্ধের চেয়েও খারাপ।