"টেকো মাথাতে চুলগজানো"
আ-হা-ক-থা-টা-স্ব-প্ন-হ-লে-ও-বা-স্ত-ব!


একটি গভীর রাত্রে
স্বপ্নে দেখতে পেলাম
আমার টেকো মাথাতে
গঁজায়েছে ঘন চুল।


মা'জননীকে বলেছিলাম ঐ'
স্বপ্ন দেখা ঘটনাটির গল্প যে!
নি:সংকোচে মা'জননী বললেন
এক'কথাতেই ভালো দেখেছো বটে!


ঐ' সময়ে আমাদের বাড়িটিতে
বসবাসের বসত ঘরটি ছিল
আঁধা-পাকা টিন-সেডের
সাল'টি ছিল দুই হাজার পনের।


মনেতে ভাবনা ছিল একটি ঘর
বাড়াতে হবে অল্প-স্বল্প খরচেতে!
আঁধা-পাকা হলেই চলবে!
সেই ভাবনাতেই স্থির মনে।


ঐ সেই মনে ঘরের কাজ
ধরাতেই হিসাব-নিকাশে
এক পর্যায়ে সত‍্যই ঐ' স্বপ্ন
সত‍্য হল টেকোমাথাতেই


চুলগঁজানোর ন‍্যায় টিনসেড
ঘরের পরিবর্তে তৈরি করা
হয়েছে ছাদ-পেটানো পাঁকা
মনকাঁড়া বসত বাড়ি ও ঘর।


সত‍্যই ঐ'স্বপ্ন শুধুই স্বপ্ন
ছিল না! ঐ'স্বপ্ন'টি ছিল
প্রকৃত বাস্তবতার পূর্বাভাস
ঐ' টেকোমাথার লোকটিই
করবে তৈরি বাস্তবতাতেই!


তাইতো হয়েছে! মাথাতে চুল
গঁজায়নী তাতে কি হয়েছে?
ঐ'টেকো মাথার লোকটি'ই যে
আল্লাহর অশেষ রহমতে তৈরি
করতে পেরেছেন পাঁকাবসত।।


সত‍্যই টেকো মাথার লোকটির'
মাথাতে চুলগঁজানোর স্বপ্ন যেন!
সত‍্যই পাকা বাড়ি করার প্রমাণে
প্রমাণিত হল এক অভিনবতে।।


স্বপ্ন যে বাস্তব রূপ নিতে পারে
তারই প্রমাণ মিলল ঐ'স্বপ্ন অনুরুপে
মানব জীবনের অপূরণীয় স্বপ্নসাধের
বাস্তবতাতে রুপ নিতে সেই তরে;
কি যে অপূর্বের রয় ঐ চেতনায়।।
===×××===
==×××===
বাণী: একটি বাস্তব স্বপ্ন! যে স্বপ্ন'টির মাধ্যমে দেখতে পাওয়া যায় টেকোমাথাতে চুলগঁজায়েছে! আসলে সেই স্বপ্ন দেখার কিছু দিন পর পাঁকা বাড়ি করার সুযোগ হয়েছিল। সেই তরে অনেক সময় স্বপ্নও বাস্তব রুপ নিতে পারে। তাই অনেক ক্ষেত্রে একটি ভাল স্বপ্নও বাস্তবের সফলতা পেতে পারে। যে স্বপ্ন চিরদিন মানব কল‍্যাণে বহমানে গুরুত্বের স্বাক্ষরের অবদানে এই সমাজে স্বপ্ন নামক চিরচেনার ইতিহাস স্বাক্ষী করে রাখতে সক্ষম।।