কাগজে লেখা নাম
কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখা নাম
পাথরে খঁয়ে যাবে।


হ্নদয়ে লেখা নাম
সেই নাম মুছবে না!
রঙের তুলিতে অঙ্কিত
নামও এক সময়ের'


ব‍্যবধানে মুছে যাবে
ঐ'সেই সময়ই বলবে।
হায়রে মানুষ রঙ্গেরই
মানুষ আমরা তুলির'ঐ।


ভুলতে চাইনা একে-অপরে
রইবো মোরা একসাথেই
মহব্বতের সহিত মিলেমিশে
পরপোকার মনোভাবের মন।


অস্বীকারে রইলো মানব'
কর্ম-তুলির ব‍্যবহার জ্ঞান!
তুলিতে তুল-তুলানী মন
করে থাকে একে-অপরে।


ভারী মজাদার খেলাতে
মাতায়ে করছে সর্বনাশ।
কিসের নেশাতে কেমনে
চলছে মানুষ রিক্তেরোধন?


সর্বনাশার গ্রাসীর মননে
তুলির আঁচড়ে ভাসতে!
সেই ভাস‍্যেরই দীপ্তের
মুগ্ধকর অপরুপ শোভা;


চলমান প্রাণের টানের
মিছা-মিছি তুলি রঙ্গের
অপ্রিয় স্বপ্ন-স্বাধের ঘর
ভাবনাতে  নিতে হবে'


কি আর? ছেঁড়েছো
বেশ তুলনা নাহিতে
ভাবনা ঐ'মনের তুলি'
চেতনা! স্থিরতাতে রয়ে।


মানুষ প্রচেষ্টাতে নিজকে
তৈরি করার প্রত‍্যয়েরই
ধীরতায় এক উদ্ভাবনীতে
কাঁটা হ‍্যারি কান্তের'


কেন কমল তুলিতে!
পাবে নাকো আর
নিশিতে প্রদীপ বাতি
এধরাতে আলোর দেখা।


সেই চেতনাতে তুলির
ব‍্যবহার জেনে করলে
কাজ রঙ্গের স্বপ্নের
প্রকৃত নানান  রঙের'


অঙ্কনের তরে শোভায়
যেন বেমানানের রুপ
পায় যেন বেদনাতীত
স্মৃতি কথা তুলিতেই।


মানব জীবন নামক
একছত্র ঝিলিক ফসলায়।।
নামে ডাকে সেরা!
আসলেই "তুলি" ভুলা।।
===×××===
===×××===
বাণী: তুলি হল একটি ব্রাশের নাম অপর দিকে তুলি মেয়ে মানুষেরও সুন্দর পছন্দের নাম। সেই নাম করণের অবনীলাতেই কর্মক্ষেত্রের ও মানবের তরে গুরুত্ববহ। তবে একই নামের একটি হল জীব অপরটি হল জড়বস্তু। সমাজে কোনটিই খেলনা নহে।